আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের বিচারালয় ও একটি সাহিত্য

ভালই আছি!!! প্রতিটি মানুষের ভাব প্রকাশ করার স্বাধীনতা রয়েছে। যেমন আছে হুমায়ুন আহমেদের ও। আমাদের এটর্নী জেনারেলের মনে হল তিনি সঠিক ভাবে ইতিহাস লিখছেন না। তা উনি আদালতের দ্বারস্থ না হয়ে নিজে একটা সঠিক ইতিহাস লিখে ফেলার দ্বায়িত্ব নিলেই পারেন। সঠিক লিখে হয়তো নোবেল প্রাইজ পেয়েও যেতে পারেন।

তবে নোবেল পুরস্কার উনার কাছে বড় কিছু না তা আর যার কাছেই হোক। কই কতলোক ইতিহাস বিকৃতী করে, কাউরও জন্য তো উনি আদালত যান না? এবার কেন গেলেন? নেত্রীর আরও সুনজরে আসতে চান? এক কাজ করেন ঐ চ্যাপ্টার দুটি নিজে লিখে হু:আ: সাহেবের বাসায় পাঠিয়ে দিন। দেশে মনে হয় খুন-ডাকাতি-ছিনতাই একদম চলে গিয়েছে যে উনারা বেতন হালাল করার আর কিছু খুজে পাচ্ছেন না। কেমন যে লোক এরা। যে দেশে সিংহ ভাগ মানুষ পরের বেলা কি খাবে জানে না, সেই দেশে এরা মানুষের ট্যক্সের টাকা দিয়ে এসব নাটক করে।

বাক স্বাধীনতা সবারই আছে, হু: আ: কে যা ইচ্ছা তাই লিখ তে দেন, আর সঠিকতার দ্বায়িত্ব ইতিহাসবিদ দেন। মনের রাখবেন আদলতের ক্ষমতা অসিম নয়। আমি যদি হু:আ: হতাম তাহলে আপনাদের কে বুড়ো আংগুল দেখিয়ে ইন্ডিয়া বা আমেরিকা থেকে প্রকাশ করতাম। আপনার ক্ষমতার সীমাটা চোখে আংগুল দিয়ে দেখিয়ে দিতাম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।