আমাদের কথা খুঁজে নিন

   

প্রেম ভালোবাসার সংজ্ঞা, মেডিকেল ভার্সন

একজন চরম বোরিং মানুষ, কোন এক্সসাইটমেন্ট নাই আমার মাঝে। চিল্লাপাল্লা ভালো লাগেনা। সেদিন স্কিন ভিডি[চর্ম ও যৌন] স্যার প্রেম কে সংজ্ঞায়িত করলেন যে love is one type of obsessive illness. প্রেমের কিছু ব্যবহার নিয়ে আসে নানা ধরনের রোগ। তাদেরকে বলা হয় veneral disease. Venus হলেন প্রেমের দেবী। তিনি বারবার বলে যাচ্ছেন যে নামটি আসলে আফ্রোদিতি অনুসারে হওয়া উচিত ছিল।

আমি জানা সত্ত্বে ও সেদিন বলিনি যে ভেনাস হলেন আফ্রোদিতির রোমান সংস্করন। যেমন জিউস জুপিটার। সে যাই হোক এবার আসি মেডিকেল এর বিভিন্ন বিভাগের স্যার ম্যাডামদের যদি প্রেম এর সংজ্ঞা দিতে বলা হত-তবে কী হতঃ অবশ্যই বগুড়া মেডিকেল ভার্সনঃ ইয়াসমিন ম্যাডামঃ গাইনীঃ প্রশংসা নিয়ে আসে প্রেম, প্রেম নিয়ে আসে পুণ্য। এখন একটা সিনারি দেই-হিস্টরি লিখে নিয়ে আসবেঃ প্রীতি , বয়স ২১ বছর। একটা ছেলেকে দেখলেই তার palpitation শুরু হয়।

তার সাইকেল নরমাল, রাতে ঘুম কম হয়। আর হ্যা para আর gravida কয়টা না লিখলেই চলবে। শাহীন ম্যাডামঃ গাইনীঃ গম্ভীর গলায়- প্রেমের সফলতায় বিবাহ সম্পর্ন হয়, বিবাহই বাচ্চা নিয়ে আসে। এবার লেখঃ absolute indication of caesarian section সুলতানা রাজিয়া ম্যাডামঃ গাইনীঃ বলেছিলেন মনে হয়, কিছু একটা। শুনি নাই।

উনার ক্লাসে ঘুমায় হিউজ জিনিস টা মিস করছি। তবে হ্যা একটা কথা শুনেছিলাম-ক্লাস শেষে মনে হয় বলেছিলেন; আর কিছু বাদ আছে~~~~~~~~~ রফিকুল ইসলামঃ শিশু বিভাগঃ সুন্দর একটা হাসি দিয়ে বলবেন- সুন্দর একটা love সুন্দর একটা বাবু নিয়ে আসবে পৃথিবীতে। তবে দেখতে হবে বাবুর ওজন যেন ২৫০০ গ্রাম এর বেশি হয়। এরপরে সমর্থনের জন্য তিনি আমাদের দিকে তাকাবেন। একযোগে সমর্থন দিয়ে আমরা বলে উঠবো- থাক স্যার।

শফিকুল ইসলামঃ শিশুঃ একটা ফিটাস যখন চাইল্ড হবে তখন থেকেই তার growth and development শুরু হয়। বাচ্চার growth and development এর social domain depend করে বাবা মায়ের love এর উপর। শিবলী হায়দার স্যারঃ কার্ডিওলজীঃ love sometimes follows to heart break. It may have band like pain around the chest. Breathlessness and tachycardia may occur. লাইফে এমন তাবৎ জিনিস নাই যেখান থেকে উনি হার্টের সমস্যা বের করেন না। গোলাম মাহবুব স্যারঃ সার্জারীঃ লাভ কিন্তু খুবই জরুরী টপিক্স। ঠিক আছে।

love এর ইন্সপেকশনে পাবে স্বপ্নিল ভাব, লাল লাল গাল ফোলানো। ঠিক আছে। palpation: এটা প্রেমিক প্রেমিকা এর উপর ছেড়ে দিতে হবে। স্টেথো মানে auscultation এ পাবে tachycardia, systolic thrill around the chest. ঠিক আছে। আর পারকাশন বাদ দিলাম- লাভ এর ক্ষেত্রে হাতুড়ি পিটানোর দরকার নেই।

সোবহান স্যারঃ সার্জারীঃ সকাল ৭ টায়, ঘুমাইতে ঘুমাইতে-এবারে কিন্তু সেট বদলানো হবে। আগে লাভ এর সংজ্ঞা জানতে চাওয়া হত না, এবারে কিন্তু না পারলে পাস হবে না। [এবারে হাতের চিরকুটটা খুলে তিনি কি জানি বলতে শুরু করবেন, আর আমরা তার জাদুমন্ত্রে ঘুমের দেশে প্রবেশ করবো। হেঃ হেঃ আরো অনেকেই আছেন। তবে যাদের বেশি মনে ধরলো তাদের টাই লিখলাম।

না হলে যারটা প্রথমে লিখতাম তিনি আমাদের মোহাম্মদ আলী স্যারঃ আমি অবাক হয়ে যাই যখন তোমরা বলঃ মা দেখ তোমাদের জামাই? আমি অবাক হয়ে যাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.