বরং দ্বিমত হও, আস্থা রাখ দ্বিতীয় বিদ্যায়। জাফর ইকবাল স্যারের বইগুলো বারবার পড়লেও মাঝে মাঝে কম্পিউটারের সামনে বসেও পড়তে ইচ্ছা করে। অন্তর্জালে অনেক অনেক পোষ্ট আছে স্যারের বইগুলো নিয়ে, বেশীরভাগ পোষ্ট থেকেই বই ডাউনলোড করতে গেলে দুনিয়া ঘুরে আসতে হয়। এখানে প্রায় নব্বইটি বইয়ের লিঙ্ক দিয়েছি। চেষ্টা করবো নতুন কোন বই পাওয়ামাত্র যোগ করতে। সেই সাথে জাফর স্যার সম্পর্কিত কোন বই পাওয়া গেলেও যোগ করবো। সায়েন্স ফিকশনঃ প্রডিজি টুকুনজিল ইকারাস বিজ্ঞানী অনিক লুম্বা বিজ্ঞানী সফদর আলীর মহা মহা আবিষ্কার প্রজেক্ট নেবুলা বেজি কপোট্রনিক সুখ-দুঃখ মহাকাশে মহাত্রাস ক্রুগো ওমিক্রনিক রূপান্তর পৃ ট্রাইটন একটি গ্রহের নাম একজন অতিমানব জলজ নয় নয় শুন্য তিন মেতসিস ইরন অবনীল ফোবিয়ানের যাত্রী ত্রাতুলের জগত ত্রিনিত্রি রাশিমালা যারা বায়োবট আমরা ও ক্র্যাব নেবুলা অন্ধকারের গ্রহ অক্টোপাশের চোখ জলমানব ফিনিক্স সুহানের স্বপ্ন নিঃসঙ্গ গ্রহচারী সিস্টেম এডিফাস রবোনগরী রুহান রুহান রবোনিশি গল্পঃ দিপু নাম্বার টু হাত কাটা রবিন বুবুনের বাবা আমার বন্ধু রাশেদ রাশা আমি তপু নাটবল্টু মেকু কাহিনী লিটু বৃত্তান্ত টুকি ও ঝা এর (প্রায়) দুঃসাহসিক অভিযান লাবু এলো শহরে রাজু ও আগুনালীর ভুত কাজলের দিনরাত্রি মেয়েটির নাম নারিনা নিতু আর তার বন্ধুরা তিন্নি ও বন্যা রাতুলের দিন রাতুলের রাত আঁখি এবং আমরা ক'জন বকুলাপ্পু কাবিল কোহকাফি ছায়ালীন বাচ্চা ভয়ঙ্কর কাচ্চা ভয়ঙ্কর দলের নাম ব্ল্যাক ড্রাগন দুষ্টু ছেলের দল স্কুলের নাম পথচারী ছেলেমানুষী টি-রেক্স এর সন্ধানে সায়েরা সায়ন্টিস্ট বৃষ্টির ঠিকানা সঙ্গীসাথী পশু পাখি গনিত ও অন্যান্যঃ থিওরী অব রিলেটিভিটি কোয়ান্টাম মেকানিক্স গনিতের মজা, মজার গনিত দেখা আলোর না দেখা রুপ প্রোগ্রামার ছোট গল্পঃ ক্যাম্প ব্যাঙ্ক ডাকাত স্বপ্ন জন্মদিন একটি মৃত্যুদণ্ড ছয়টি মজার ঘটনা ভুত/ব্ল্যাক ম্যাজিকঃ ও প্রেত দানব পিশাচিনী ইতিহাস, কলাম ও অন্যান্যঃ প্রিয় গগন ও অন্যান্য এখনো স্বপ্ন দেখায় সাদাসিধে কথা মুক্তিযুদ্ধের ইতিহাস নিঃসঙ্গ বচন একজন দুর্বল মানুষ বৈশাখের হাহাকার আধুনিক ঈশপের গল্প সবুজ ভেলভেট আত্নজীবনীঃ রঙ্গীন চশমা সবশেষে, জাফর ইকবাল স্যার, হুমায়ুন আহমেদ ও আহসান হাবিব - এই তিন রত্নের জন্মদাত্রী মা আয়েশা ফয়েজ'র আত্মজীবনীঃ জীবন যে রকম। জাফর ইকবাল স্যারের সাম্প্রতিক বিষয় নিয়ে লিখালিখি স্যারের ব্যক্তিগত ওয়েবসাইটে লাস্ট আপডেটঃ ০৪-০৮-১২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।