আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল ইন্টারনেট প্যাকেজসমুহঃ পর্ব ১, এয়ারটেল ইন্টারনেট

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।   এয়ারটেল ইন্টারনেট প্যাকেজগুলো প্রধানত দুই প্রকার। প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকদের জন্য তাদের রয়েছে ভিন্ন প্যাকেজ।

এয়ারটেলের সংযোগে প্রথম থেকেই ইন্টারনেট সংযোগ চালু থাকে। এই সেটিংস অধিনে আপনার ব্যবহার অনুযায়ী বিল হবে। এছাড়া এর বান্ডেল প্যাকেজগুলো নিম্নরূপঃ প্রিপেইড এর জন্যঃ ১. ৫জিবি পড়বে ৬৫০টাকা, মেয়াদ ১মাস। একটিভেট করতে ডায়াল করুন *৩২১*৭*১*১# এ। ২. ৩জিবি পড়বে ৪৫০টাকা, মেয়াদ ১মাস।

একটিভেট করতে ডায়াল করুন *৩২১*৭*১*২# এ। ৩. ১জিবি পড়বে ২৭৫টাকা, মেয়াদ ১মাস। একটিভেট করতে ডায়াল করুন *৩২১*৭*১*৩# এ। ৪.`১২০এমবি পড়বে ৯৯টাকা, মেয়াদ ১৫দিন। একটিভেট করতে ডায়াল করুন *৩২১*৭*১*৪# এ।

৫.`২০এমবি পড়বে ৩০টাকা, মেয়াদ ১৫দিন। একটিভেট করতে ডায়াল করুন *৩২১*৭*১*৫# এ। ৬.৫৫ এমবি পড়বে ৫০টাকা, মেয়াদ ৭দিন। একটিভেট করতে ডায়াল করুন *৩২১*৭*১*৬# এ। ৭.২০এমবি পড়বে ২০টাকা, মেয়াদ ৭দিন।

একটিভেট করতে ডায়াল করুন *৩২১*৭*১*৭# এ। ৮.১০এমবি পড়বে ১০টাকা, মেয়াদ ১দিন। একটিভেট করতে ডায়াল করুন *৩২১*৭*১*৮# এ। ৯.১৫০এমবি পড়বে ৫০টাকা, মেয়াদ ১দিন। একটিভেট করতে ডায়াল করুন *৩২১*৭*১*৯# এ।

পোস্টপেইড এর জন্যঃ ১. ১২০এমবি পড়বে ৯৯টাকা, মেয়াদ ১৫দিন। একটিভেট করতে ডায়াল করুন *৩২১*৭*২*১# এ। ২. ৫৫এমবি পড়বে ৫০টাকা, মেয়াদ ৭দিন। একটিভেট করতে ডায়াল করুন *৩২১*৭*২*২# এ। ৩. শুধু রাত্রের জন্য ১জিবি পড়বে ২৭৫টাকা, মেয়াদ ১মাস।

একটিভেট করতে ডায়াল করুন *৩২১*৭*২*৩# এ। ৪. যেকোনো সময় মোট ১জিবি পড়বে ৩০০টাকা, মেয়াদ ১মাস। একটিভেট করতে ডায়াল করুন *৩২১*৭*২*৪# এ। ৫. ৩জিবি পড়বে ৭৫০টাকা, মেয়াদ ১মাস। একটিভেট করতে ডায়াল করুন *৩২১*৭*২*৫# এ।

এছাড়া ইন্টারনেট সেটিংস এর জন্য ডায়াল করুন *৩২১*৭*৪# নাম্বারে। *সকল চার্জের সাথে ভ্যাট প্রযোজ্য। এ ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.