আমাদের কথা খুঁজে নিন

   

ছোট্র বাপু রাইন সোনা

এ লেখাটি আমার অতি প্রিয় আদরের ভাগ্নে রাইন কে নিয়ে লেখা। আজ খুব তাকে মনে পড়ছে। কেমন আছে আমার বাবাই? নিশ্চয় আল্লাহ করে অনেক ভাল আছে। ছোট্র বাপু রাইন সোনা প্রিপেইড ছোট্র বাপু রাইন সোনা, আর করো না দোনোমনা, আমি তোমার একখানা, নাদুস নুদুস টোপু মামা। ভাবছি তুমি এ কোন মামা, আর পারিনা আর পারিনা, এত্তো এত্তো মামার মাঝে, কোন মামা তুমি টুকি মার যে।

লাজুক চোখের দুষ্টু হাসি, মন ভুলিয়ে বাজায় বাঁশী, উথাল পাথাল এ মন আমার, তোর কারনে দিন পারাপার। ইচিং বিচিং এঘর ওঘর, পাগলপারা মন সরোবর, উদাস মনের মাতাল চোখে, দেখব আমি কখন তোকে। মিষ্টি হাসির দুষ্টু চোখে, খুঁজত আমায় আপনবেশে, এঘর ওঘর উলুক ভালুক, দুধ কালো চোখ শাপলা সালুক। ছুটত সে মন আপনহারা, দুচোখ জ্বলের স্রোতধারা, থাকব নাকো বদ্ধ ঘরে, যাওগো আমায় বাইরে নিয়ে। অবুঝ মনের একটু চাওয়া, তাতেই যে তোর পরম পাওয়া, নরম হাতের পরম ছোয়ায়, হাটতি যে তুই নির্ভাবনায়।

ডাকছি তোকে কখন ধরে, আয়না বাবন আয়না ওরে, শুনতে কি পাস আমার কথা, তুই যে মোদের দুষ্টু খোকা। ভাবছি খোকা বড় হবি, মন নীলিমায় স্বপ্ন আঁকি, দেখব তখন দুচোখ ভরে, এই মামা এই মামা তোরে। অচীন দেশের শুদ্ধ ভাষায়, বলবি যে তুই কথায় কথায়, I Love You Bangladesh, তাতেই যে মোর স্বপ্ন আবেশ। পারবি বাবাই সত্যি খোকা, দৃপ্ত মনের স্বপ্নরেখা, শুদ্ধ জ্ঞানের দূর্লভ চোখ, তোর ভিতরেই হোক সার্থক। ছোট্র বাছা রাইন সোনা, আর যে মোর মন মানে না, অলস দুপুর রাত্রি সকাল, দুর অজানায় এক মহাকাল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।