তুমি আর আমি এক সাথে পথ চলা সেই শৈশব এর ছোট্র বেলার কথা মনে পড়ে তোমার এক সাথে নদীতে গোসল আর পাখির অন্নেষনে নদীর পাড়ে পাখির বাসায় অতরকিত আক্রমন মনে পড়ে। বালুর চরে লুকোচুরী আর ভাস্কার্য তৈরীর প্রতিযেগীতা কতইনা আনন্দ ঘন দিন গুলো কাটতো তোমার আর আমার আজ তুমি আর আমি এতোটাই ব্যবধান যে কোনই যোগাযোগ নাই তোমার আর আমার মাঝে এমন কেন হল বলতে পার। ভুলের মাঝে আজ তুমি আর আমি এতোটাই দূরত্বে অবস্থান করছি যে হারিয়ে যাওয়া দিন গুলাের কথা মনে পড়লে তোমার কথা মনে পরে। হয়তো অনুরুপ আমার কথা তোমার মনে পড়ে না যদি মনে পড়তো তাহলে আমার সাথে যোগাযোগ করতে। প্রাইমারি থেকে কলেজ লাইফ মাঝখানে ১০টা বছর কতো স্মৃতিই না তোমার আর আমার মাঝে আজ সব অতীত তোমার আর আমার কাছে কেন ওমন হল বলতে পার।
আমি যাহা বুঝতে পারলাম তোমার প্রতি আমার ভালবাসা আজ তোমাকে আমার থেকে দূরে রেখেখে। ভাবতেই অবাগলাগে তুমি কেমন করে এতোটা বদলালে। বৃষ্টি ভোজা আর নদীতে সাতার কাটার আনন্দ আজ আর উপলব্ধি করতে পারিনা কারন আজ আমি অনেক দূরে যেখানে নদী বা প্রকৃতির সেই বিশালতা নাই যান্ত্রিকতার এই শহরে আজ আমার অবস্থান। তবুও বার বার ফিরে যাই প্রকৃতির মাঝে সবুজ মাঠে যেখানে আমার বেড়ে ওঠা শৈশব কৈশর খেলার সাথী আজ তারা নেই যে যার কাজে ব্যস্ত ইচ্ছা করলেই তাদের সাথে দেখা করা যাইনা। কারন সময় এর সাথে তাল রেখে আজ আমরা মিশেগেছি লেখাপড়া আর কর্ম জীবনে তবুও কাজের ফাকে যেটুকু সময় পাই তার মাঝে সেই সব সহপাটিদের সন্ধান মেলানো সম্ভব না ।
আমরা চার বন্ধু একসাথে লেখাপড়া করতাম খেলাধুলা করতাম আনন্দ উল্লাস করতাম কেথায় যে হারিয়ে গেলো সেই সব দিন। আজ তাদের কথা মনে পরছে কিন্তু কিছুই করার নাই আমার ।
আমি এখন কর্মজীবি মানুষ আমার দিনগুলো কাটে কাজের মাঝে বুজতে পারিনা কেমন করে দিন যাই মাস যাই ওভাবেই পেরিয়ে গেল তিনটি বছর। ছোট্র বেলার খেলার সাথী আজ আমার কবর কাখেনা সে এখন মেম হয়েছে এই যান্ত্রিক শহরে এসে। মাষ্টার্স শেষ করে সে এখন অনেক বড় মাপের মানুষ হয়ে গেছে তাঁর কথা মনে হলে এখনো কষ্ট লাগে ছোট্রবেলাই সেই বলত আমরা যখন বড় হব তখন আর আমরা দূরে থাকবনা কিন্তু সে আজ তাঁর কথা রাখলনা।
জানিনা সেই মানুষী আজ কেমন আছে অজান্তই তাঁর কথা মনে হল । বেলী ফুল আর রজনীগন্ধা লালগোলাপ আর বকুল ফুলোর সুবাস তার ভাল লাগতো প্রকৃতির এই সুভাস মাখানো দিন গুলো আজ আতীত হারিয়ে গেছে সেনালি দিন গুলো । ব্যটমিলটন আর ক্রিকেট খেলার প্রতি বেশি আগ্রহ ছিল আমাদের। বিকেল হলেই চলে যেতাম মাঠে ব্যটমিলটন খেলতে একদিন বড় আপা এসে আমাদের কে বলল তোমরা মেয়েদের সাথে খেলবেনা। সেই খেলাই শেষ খেলা আর কোন দিন তা*র সাথে ব্যটমিলটন খেলা হয়নাই আর কোনদিন হবেওনা।
কোন এক বৈশাখের পরন্ত বিকেলা তাঁর বান্ধবীরা আর আমরা নদীর মাঝখানে বালু চরে এসেছিলাম বিতর্ক প্রতিযোগিতাই অংশ গ্রহন করতে বিষয় ছিল পাওয়া আর না পাওয়ার ব্যবধান আজ সেই কথাগুলো মনে পড়ে আসলেই তাদের কথাগুলোই আজ সত্য হল। প্রচুয্য আর অর্থ থাকলেই এই পৃথিবীতে সবকিছু মেলানো সম্ভব। অতীত দিন গুলো আর কখনো ফিরে পাবনা হয়তো কোন এক সময় তাঁর সাথে দেখা হবে কখন স্মৃতিগুলো মনের মাঝে দোলা দেবে।
কতোকথা আর কতো অভিমান মিলেমিশে একাকার হয়ে তৈরী হযেছে কবিতা আর গল্প।
না বলা কথাগুলো একদিন হয়তো শুনবে জয় পরাজয় থাকবেই এটাই প্রকৃতির নিয়ম তুমি আর আমি আজ ভিন্নপথের যাত্রী কিন্তু গন্তব্য কিন্তু একটাই এটা কখনো ভুলো থাকা যাবেনা।
তুমি আর যতো দুরেই থাকিনা কেন একদিন আমাদের গন্তব্যে আসতেই হবে এটাই সত্য সত্য সুন্দর প্রকৃতির মাঝে ভাল থাক সুখে থাক ছোট্র বেলার মতো এই কামনাই করি আগামী দিন গুলোর জন্য।
ভাল থাকার মানে ভুলে থাকা নয় সত্য সুন্দর এটি কখনো অসিকার করা যাইনা তুমি আর আমি এক সাথেই বেড়ে উঠেছি এই প্রকৃতির মাঝে সেটা ভুলবে কেমন করে। আবারও বেলী রজনীগন্ধা আর লাল গোলাপ এর শুভেচ্ছা ভাল থাক এই কামনাই.........?
ধ্রুব.........................................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।