আমাদের কথা খুঁজে নিন

   

(আমার কিছু কথা...........) কয়েকজন মন্ত্রী রাজনিতী ছেড়ে দিচ্ছেন.... তাই......

আমার লেখা পড়ে.................. সন্ধ্যা বেলায় পাখিকে খাবার খওয়াতে খাওয়াতে নিজেও পাখির কামড় খেলাম । তবে কামড় ঠিক মত লাগে নাই । এই আনন্দে নাচতে নাচতে ব্লগে ঢুকলাম । ব্লগে ঢুকেই চোখ কপালে উঠে গেল । “ভূমীকম্প” হইছে “ভূমীকম্প” --- এ ধরণের খবর পিড়েই ঝাকুনি খেলাম ।

ভূমীকম্প-েএর ঝাকুনি । এখন জিজ্ঞাস করবেবন ভূমীকম্প হওয়ার অনেক পর কি ভাবে মানুষ ভূমীকম্পের ঝাকুনি খায়?!! আরে ভাই আমরাতো গন্ডার হয়ে গেছি, তাই নাড়া খাইতে অনেক সময় লাগে । তবে ঝাকুনি খেয়ে ব্রেণ খুলে গেছে । অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছি । সে গুলাই এখন বলবো ।

মাঝখান দিয়ে ফ্রান্স-এর নতুন প্রেসিডেন্ট-এর কথা একটু বলে নেই---- > ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট হিসেবে আগামী সপ্তাহের মধ্যে শপথ নিতে যাচ্ছেন ফ্রাঁসোয়া ওলাঁদ। সম্পদের পরিমাণ এতটাই কম যে ফ্রাঁসোয়া কে কর দিতে হয় না। কারণ, ফ্রান্সে কর দেওয়ার জন্য যে পরিমাণ সম্পদ থাকতে হয় ফ্রাঁসোয়া র সম্পদ তার চেয়ে কম। এত কম সম্পদ থাকার পরেও ফ্রান্সের প্রেসিডেন্টদের জন্য বরাদ্দ করা বেতন থেকে ৩০ শতাংশ কম বেতন নেবেন ওলাঁদ। প্রতি মাসে ১৯ হাজার ইউরো কম বেতন নেবেন ।

তিনি এখন ভাড়া বাসায় থাকেন। তবে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরে তিনি চলে যাবেন এলিসি প্রাসাদে। কেমন লাগলো এ তথ্যটা জানতে পেরে । আমার মনে হচ্ছে এ বেটা পুরা পাগল । কবরের নিচে নিয়েযাওয়ার জন্য ধন-সম্পদ বানাইবো না? যেমন আমাদের দেশের নেতারা বানায় ।

ওহ ঝাকুনি খেয়ে ব্রেণ খুলে যাওয়ার পর কিছু প্রশ্নের উত্তর পাইছি । সেগুলোই আপনাদের জানাবো , এখন দ্বিমত থাকলে জানাতে পারেন । আমি দীর্ঘদিন ধরে ভাবছিলাম এ সরকারের মন্ত্রীগুলা এমন করে কেন? এমন কথাবার্তা বলে কেন । মানুষ তাদের কত ভালবেসে ক্ষমতায় আনলো...... অথচ তারা কি বলে? কি করছে? ভূমীকম্পের ঝাকুনি খাওয়ার পরই আমি এর কারণ পেয়ে গেছি । সেগুলো বলছি........ দিসাহারা আফা : উনারে নিয়াতো নতুন কিছু বলার নাই ।

উনার বাড়ীতে যদি এটেম বোমাও পড়ে উনি তবু বলবে দেশের আইন শৃংখলার অবস্থা ভাল । ৪৮ ঘন্টার মধ্যে যে সব এলিয়ান বোমা মেরেছে তাদের খুজে বের করা হবে । উনারা কি বুঝেন না দেশের মানুষ এসব কথায় রেগে যায়, বিরক্ত হয় ? মিডিয়ার কল্যাণে মানুষ এখন অনেক সচেতন । বরং ভুল ব্যার্থতা স্বীকার করলে মানুষ মাফ করে দেয় । তারপরও উনার এমন কথা বলার কারণ কি? আপনারা জানেন নিশ্চয় lux-channel I সুন্দরী প্রতিযোগীতা শুরু হয়েছে ।

ব্লগে দেখলাম দিসাহারা আপাও প্রতিযোগীতায় অংশ নিবেন । তিনি ফরম পূরণ করে ফেলেছেন । নিঃসন্দেহে তিনি এ প্রতিযোগীতায় প্রথম হবেন । তারপর আর মন্ত্রী থাকার দরকার কি? তিনি রাজনিতী ছেড়ে নায়িকা হবেন । আওয়মী লীগ যদি আবার ক্ষমতায় না আসতে পারে তাতে তার কি আসবে যাবে ।

কোটি ভক্ত (!!!) নিয়ে টিভি সিনেমায় কাজ করবেন । শাহজাহান খান : বিরাট ছাগল প্রেমিক । ম্যা ম্যা মম্যা । গরুকেও উনি কিছুটা লাভ করেন । ওনার কারণে বর্তমান সরকারকে নিয়া কম সমলোচনা হয়নি ।

তাতে উনার কি? আবার তারে পদ থেকে সরালে আওয়মী িলীগেরই বিপদ । তখন বিরোধী দল সাধুবাদ জানানোর বদলে বলবে - আমাদের দাবীর মূখে শাহজাহান সাবরে সরায়ে দেওয়া হয়েছে । হায়, বিচত্র এ দেশ । যাই হোক এ টার্মের পর আমার ধারণা উনি টেক্সাস চলে যাবেন । ও খানে যেয়ে উনি G-O-A-T বয় হয়ে যাবেন ।

ওখানে গটদের প্রতি উনার ভালবাসার প্রকাশ করবেন । গান গাইবেন নেচে নেচ “ হাম তুম এক কামরামে বান্ধ হো” । যাই হোক উনার গট বয় হইতে ছোট্ট একটা সমস্যা আছে । উনি একটু মোডা । গট বয় এক মোডা হলে চলবে না ।

আশা করি উনি এ সমস্যা কাটিয়ে উঠতে পারবেন । মুন্নুজান সুফিয়ান : শ্রমিক নেত্রী হিসাবে উনি অসাধারণ । তার সততা নিয়ে শত্রুও কোন ধরণের প্রশ্ন করবেন না । বেফাস কথা বার্তা, সস্তা জনপ্রিয়তার পিছে উনি ছোটেন না । কিন্তু ক’দিন আগেই উনি হঠাৎ বললেন “ ইুলয়াস আলীর স্ত্রী বিধবা হয়ে গেছেন “ ।

একজন নারীর জন্য এ কথা ভয়ানক কষ্টের ব্যাপার । তারপরও তিনি এ ধরনের কথা কি ভাবে বললেন ? তিনি আসলে রাজনিতী ছেড়ে দিচ্ছেন । আমার মনে হচ্ছে তিনি শেষ বয়সে ঘর সংসার করবেন । এ কারণে তিনি ইলিয়াস আলীকে ধরে নিয়ে অজ্ঞান করে রেখছেন । সুযোগ মত প্লাস্টিক সার্জারী করিয়ে...... লা লা লা ও ও ও ।

তাহলে তো ঠিকই আছে ইলিয়াস আলীর স্ত্রী এক ধরনের বিধবাই । মাল-মুহিত :- উনি বিশাল পন্ডিত মানুষ । কিন্তু উনার হাসি মূখের সাথে কেমন যেন শাহজান সাব েএমপির প্রিয় পাণীর কাশির মিল পাই । যাই হোক মুহিত সাহেব ক্রমাগত বিদ্যুৎ, তেল গ্যাসের দাম বাড়িয়েই চলেছেন । তার উল্টাপাল্টা কথাতো আছেই ।

ইুনও আর রাজনিতী করবেন না । জিনিষ পত্রের দাম বাড়াতে বাড়তে এ সরকারের বারোটা উনি বাজিয়েই ছাড়বেন । এ সরকার যখন বুঝতে পারবে অবস্থা শেষ ততক্ষনে তিনি পগার পার । কিন্তু উনি যাবেন কই? আমার ব্রেণ কয় উনি ফাকিস্তান যাবেন । উনি আসলে জামাতের আন্ডার কাভার এজেন্ট ।

জামাতের প্ররোচনায় উনি দেশের অর্থনিতী শেষ করে দিয়েছেন । কোন নতুন কলকারখানা করতে দেন নি । কিন্তু জিনিষ পত্রের চাহিদাতো বেড়েছে ! জিনিষ পত্র সব আসবে কই থেকে? আসবে পাকিস্তান, ইসরাইল প্রভৃতি দেশ থেকে । আমার কথায় একমত হইলে জানাইয়া দিয়েন । দ্বিমত হইলেও ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।