দু:খিত, আপনি যে ব্লগটি ভিজিট করছেন, তার ব্লগার বর্তমানে ব্যস্ত আছে। অনুগ্রহ করে কিছু দিন পর আবার ভিজিট করুন। ধন্যবাদ কাজের ফাঁকে সাধের ম্যাচটাও দেখা যায় না। পিসিতে থাকলেও বারবার ক্রিকইনফোতে ঢুঁ মারাও বিরক্তিকর লাগে। এ সমস্যা থেকে উদ্ধারের জন্যই আজ আপনাদের সাথে শেয়ার করব LiveCricket নামের ছোট একটি ডেক্সটপ গেজেট।
গেজেটটি WinXP SP2/SP3, Win 2000, Win 2003, Win 2008, Win Vista, Win 7 সমর্থন করে। তবে পিসিতে .net ফ্রেমওয়ার্ক থাকা চাই। না থাকলে নিচ থেকে ডাউনলোড করে নিন-
32bit | 64bit
► এবার এখান থেকে LiveCricket গেজেটটি ডাউনলোড করে নিন (মাত্র ২.৫৬ মেগাবাইট)।
► জিপ ফাইলটি আনজিপ করে গেজেটটি ইনস্টল করুন।
► এপ্লিকেশনটি রান করুন।
প্রথমে ইনফরমেশন সংগ্রহ করতে ২-৩ সেকেন্ড সময় নিবে। তারপর আজকে যে ম্যাচগুলো আছে তার লিস্ট দেখাবে।
► যে ম্যাচের আপডেট দরকার তার উপর ডাবল ক্লিক করলেই ডেক্সটপের ডান কোণের নিচের দিকে Live Score Ticker আসবে।
► নরমালি Ticker মিনিমাইজ হয়ে থাকবে।
তবে চার, ছয়, আউট, নো বল, ওয়াইড বল ইত্যাদি হলে ম্যাক্সিমাইজ হয়ে জানান দিবে।
আপনি চাইলে এসব বিষয় Settings থেকে পরিবর্তন করে নিতে পারবেন।
► Scorecard সিলেক্ট করে সম্পূর্ণ স্কোরও দেখতে পারবেন।
এবার আপনার কাজ আপনি নিশ্চিন্তে করতে থাকুন। Live Score Ticker আপনাকে অনবরত আপডেট জানাতেই থাকবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।