আমাদের কথা খুঁজে নিন

   

কায়রোর তাহরির স্কোয়ার থেকে লাইভ বলছি!!! (হয়ত বা ইতিহাস সৃষ্টির সন্ধিক্ষণ, লাইভ ভিডিও)

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

গতকাল সকাল থেকে বিশ্ববাসির নজর কায়রোর তাহরীর স্কোয়ার বা ফ্রিডম স্কোয়ারের দিকে। হয়ত এখানেই হতে চলেছে এক নতুন ইতিহাসের সুচনা। তাহরীর স্কোয়ার মিশরের প্রাণকেন্দ্র। এর আশে পাশেই রয়েছে আমেরিকান, ব্রিটিশ কানাডিয়ান এম্বাসি।

প্রায় ১৫টি ৫স্টার হোটেল। আমেরিকান বিশ্ববিদ্যালয় ইনকায়রো। ইজিপসিয়ান সচিবালয়, ইজিপসিয়ান যাদুঘড় সহ বিশেষ বিশেষ আফিস আদালত। এক কথায় একে আফ্রিকার প্রাণ কেন্দ্রও বলা যায়। গতকাল সকালে শুরু হওয়া বিক্ষোভ সারারাত চলতে থাকে।

আজসকালে মানুষ নতুন করে জড়ো হতে থাকে। আমাদের নিকট সবচেয়ে দেখবার বিষয় হলো, যেই মিশরিয়রা পুলিশ দেখলেই ভয় পেত আজ তাদের দেখেই পুলিশ ভয় পাচ্ছে। আর তাইত এক এই তাহরীর স্কোয়ারেই জড়ো করা হয়েছে ২৫ হাজার পুলিশ। বিক্ষোভকারিদের নিয়ে সরকারের অতিরিক্ত চিন্তার কারণ হলো তারা বিক্ষোভকারীরা নিজের প্রাণ বিলিয়ে দেবার উপায় খুজছে যাতে করে আরো মানুষ বিক্ষোভে ফেটে উঠে। নিজের প্রান উজার করে বিক্ষোভ চাংগা করার মত হাজারো আত্না অপেক্ষা করছে সরকার পতনের বিক্ষোভকে কার্যকর করার জন্যে।

আর তাইত সরকার পক্ষ কঠিন হুশিয়ার। লাইভ ভিডিও, তাহীর স্কোয়ারঃ Click This Link


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।