সত্য অপ্রিয় হলেও বলতে চাই রাজধানীর ধানমন্ডিতে বাস চাপায় নিহত হয়েছেন ইংরেজি দৈনিক ইন্ডিপেন্ডেন্টের জ্যেষ্ঠ প্রতিবেদক বিভাস চন্দ্র সাহা। আজ শুক্রবার বিকাল সাড়ে ৫টার পর ধানমন্ডির ২ নম্বর সড়কে নিজের অফিসে যাওয়ার সময় একটি বাস স্টার কাবাবের সামনে মোটরসাইকেল আরোহী বিভাসকে চাপা দেয়।
এর আগে দুপুর শাহবাগ এলাকায় বাস চাপায় নিহত হন বরিশালের দৈনিক মতবাদ পত্রিকার ফটো সাংবাদিক শহীদুজ্জামান টিটু। রূপসী হোটেলের সামনে ইউনাইটেড পরিবহনের একটি বাস শহীদুজ্জামানকে বহনকারী রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
সাদাচোখে মনে হতে পারে এগুলো নিছক দুর্ঘটনা, কিন্তু আসলে কি তাই? ঢাকার বাসগুলোতে দৈনিক চুক্তিভিত্তিক চালক-হেলপার নিয়োগ পদ্ধতি ও বাসমালিক সমিতি, পরিবহণ শ্রমিক সমিতি, বিআরটিএ ও পুলিশের দুর্নিতি চক্রের মাফিয়া নেক্সাসই এই নিয়মিত মানবহত্যার কারণ।
কেন সাংবাদিকরা এটি উন্মোচন করেন না, কেন হাইকোর্টে কেউ রিট করেন না এই দৈনিক চুক্তিভিত্তিক চালক-হেলপার নিয়োগ পদ্ধতি অবৈধ ঘোষনা করার জন্য। আর কতদিন এভাবে চলবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক বিভাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দুর্ঘটনার জন্য দায়ী চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের প্রতি নির্দেশ দিয়েছেন। কিন্তু তাই কি যথেষ্ঠ? এই নেক্সাস ভেঙ্গে দিন, না হলে কেউই নিরাপদ নয়।
কিভাবে এই মাফিয়া খুনি চক্র কাজ করে ও জনপরিবহণে নিরাপত্তা হুমকিতে পড়ে তা আমি জেনেছি আমার এক আত্মীয় বাস ব্যবসা শুরু করবার পর।
জঘন্য পরিস্থিতি দেখে তিনি ওই ব্যবসা থেকে সরে এসেছেন।
ধরুন আপনি বাসের ব্যবসা করবেন। স্বাভাবিক চিন্তা কি হতে পারে? আপনি একটি বাস কিনবেন, বিআরটিএর কাছে রুট পারমিটের কাগজপত্রের আবেদন করবেন ও অনুমোদন পেলে পছন্দমত যোগ্য ড্রাইভার ও হেলপার নিয়োগ দিয়ে দৈনিক ব্যবসা চালাবেন। কিন্তু বিধি বাম, এই মাফিয়া শহরে সেটি হবে না। আপনি কাগজপত্র পাবেন না।
পেলেও তা রাস্তায় চালাতে পারবেন না। তবে কি করতে হবে?
আপনি একটি বাস কিনবেন। তারপর আপনি মালিক সমিতির মেম্বার হবেন। কাগজপত্রের জন্য মোটা অঙ্কের টাকা দিবেন (অথবা কাগজপত্র সহ চালু বাস কিনবেন)। তারপর প্রতিদিন রাত বারোটায় এক ড্রাইভার ও এক হেল্পার জুটির কাছে ২৪ ঘন্টার জন্য বাসটি ইজারা দিয়ে দিবেন।
এর বিনিময়ে তারা আপনাকে প্রতিদিন চুক্তি পরিমান টাকা দেবে। অজানা এই ড্রাইভার হেল্পার জুটি আপনার বাস নিয়ে কি করবে কোথায় যাবে সেটা আপনার দেখার বিষয় না। পরের দিন রাত বারোটায় তারা আপনাকে বাসটি বুঝিয়ে দেবে ও তখনই তা আপনি অপর এক ড্রাইভার হেল্পার জুটির কাছে পরবর্তী ২৪ ঘন্টার জন্য ইজারা দিবেন।
এখন এই ড্রাইভার ও হেল্পার আপনার কর্মচারী নয়, ইজারা গ্রহণকারী। এবং তারা জেলা বাস শ্রমিক সমিতির সদস্য।
মালিক হিসাবে তাদের নিয়ন্ত্রণ করা বা কিছু বলা আপনার পক্ষে অসম্ভব। ঐ সমিতি নিয়মিত পুলিশকে ও বিআরটিএকে আপনার কল্পনারও বাহিরে এমন অঙ্কের দৈনিক উৎকোচ প্রদান করে, তাই তারা সকল নিয়ম কানুনের উর্দ্ধে। এর প্রমাণ বাসগুলোর দিকে তাকালেই বুঝবেন, বেশীরভাগের ব্রেক লাইট, ব্যাক লাইট পর্যন্ত নাই। যেগুলো না থাকলে ফিটনেস পাবার কথা না। দুর্ঘটনা ঘটলে ক্ষতিগ্রস্থ ব্যক্তীও অসহায় অতি শক্তিশালী এই সমিতির কাছে।
পুলিশ আদালত সবই তাদের নিয়ন্ত্রণে, এগুলো হ্যান্ডেল করা তাদের প্রাত্যাহিক কাজ। মালিকের সাথে কোন ঝামেলা হলে মালিক সমিতি শ্রমিক সমিতি, পুলিশ বা বিআরটিএর সাথে বনিবনা করে থাকে।
শত শত বাসের কোটি কোটি টাকার এই ব্যাবসার যে সমিতি, বিআরটিএ ও পুলিশের দুর্নিতি চক্রের মাফিয়া নেক্সাস যতদিন আছে, ততদিন রাজধানীবাসী রাস্তায় নিরাপদ না। একটি দুর্ঘটনা ঘটলেই ঐ ড্রাইভার-হেলপার জুটি হয় পালিয়ে পরের দিনই অন্য জেলার সমিতিতে নতুন করে ইজারা পায়। অথবা সমিতির জোরে দ্রুতই আগের কাজে ফিরে আসে অন্য কোন মালিকের বাস চালায়।
মালিকের এখানে কোন কিছুই করার থাকে না। এই সমিতি এতই শক্তিশালী যে মালিকরাও অনেক সময় অসহায়।
একটি আধুনিক শহরে এই মাফিয়া চক্র চলতে দেওয়া যেতে পারে না। সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ, বিষয়টি নিয়ে অনুসন্ধানি প্রতিবেদন তুলে নিয়ে আসুন। আইন পেশার ভাইদের ও হিউম্যান রাইটস্ নিয়ে যারা কাজ করেন তাদের কাছে অনুরোধ, জনস্বার্থে এই দৈনিক কন্ট্রাক্ট পদ্ধতি বাতিল করতে আদালতে রিট করুন।
সবার প্রচেষ্টা ছাড়া এই শহর নিরাপদ হবে কিভাবে? আমাদের ভবিষ্যত প্রজন্মকে আমরা এই মাফিয়া নেক্সাসের হাতে তুলে দুতে পারি না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।