(জলবায়ু পরিবতর্নের ভয়াবহতায় প্রেম কেবলই ধূসর থেকে ধূসর হচ্ছে....) ভালবাসা উত্তাপ ছড়ায় দেহে...দেহের তন্ত্রীতে, প্রচন্ড শীতে নিরবে ঘাম ঝরে ভিজে যায় ভিটে বাড়ি ইট কাট পাথর সবকিছু.... মানবিক উষ্ণতায়। আজ কার্বন গিলে খেয়েছে প্রেম ভালোবাসার বসতবাড়ি হুমকীর সম্মুখীন পুঁড়ে যাচ্ছে লীলাভুমি প্রচন্ড তাপদাহে, আছো কি কেউ...বাড়িয়ে দাও হাত প্রাণ ওষ্ঠাগত, ক্রমাগত দীর্ঘশ্বাস মানবিক শীতলতা বড় প্রয়োজন আজ। কিছুটা সুখ হলোই না হয় কম.. ভালবাসায় বুক ভরে নিতে চাই দম। সেবু মোস্তাফিজ মামবি পীরগঞ্জ-রংপুর। ১০.০৫.১২ সন্ধ্যা: ৭টা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।