আমাদের কথা খুঁজে নিন

   

তাপদাহ আরো কয়েকদিন

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় তাপমাত্রা ছিল ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে বলা হয়, রাঙামাটি ও কুমিল্লা অঞ্চলসহ ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।
তিন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এপ্রিল মাসে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি)এবং অন্য স্থানে ২ থেকে ৩টি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) ও মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
এদিকে গত কয়েকদিনের প্রচণ্ড রোদ আর গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।

অসুস্থতা থেকে বাঁচতে প্রচুর তরল খাবার এবং স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি) এর জ্যেষ্ঠ গবেষক ডা. প্রদীপ কুমার বর্মণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  তাদের হাসপাতালে ডায়রিয়া ও পেটের পীড়ায় আক্রান্ত রোগীদের সংখ্যা এরই মধ্যে বেড়ে গেছে।
“যেহেতু প্রচণ্ড গরমে পানির চাহিদা অনেক বেড়ে যায়, তাই নিরাপদ পানি পান না করলে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনাও বেড়ে যায়। ”
গরমে অসুস্থতা থেকে বাঁচতে প্রচুর তরল খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন এই চিকিত্সক। তবে রাস্তার ধারে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা পানীয় এড়িয়ে চলতে বলেছেন তিনি।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।