সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি
বিশ্বে বাড়ছে মানুষ; বাড়ছে নানাবিধ সমস্যা। সমস্যাগুলোর মধ্যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা উল্লেখযোগ্য। তৃতীয় বিশ্বে এ সমস্যা প্রকট আকার ধারণ করছে। ভবিষ্যতে এ বিশ্বের মানুষের অন্যতম সমস্যা হবে পানীয় জল। পানির জন্য হাহাকার পড়ে যাবে।
এ নিয়ে বিজ্ঞানীদের ভাবনার শেষ নেই। তারা দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে তৃতীয় বিশ্বের তৃষ্ণার্ত মানুষের জন্য সুখবর বয়ে এনেছেন এক বিজ্ঞানী। তার দাবি, টয়লেটে ব্যবহৃত পানি বিশেষ প্রক্রিয়ায় শোধন করে পান করা যাবে। এ পানি পুরোপুরি নিরাপদ।
এতে তৃতীয় বিশ্বের লাখ লাখ মানুষের জীবন বাঁচবে।
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের অর্থায়নে দীর্ঘদিন ধরে নিরাপদ পানীয় জল নিয়ে গবেষণা করছেন ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ড. সারাহ হেইগ।
ক্ষুদ্র প্রযুক্তিবিদ হেইগ একটি ডিভাইস আবিষ্কার করেছেন। এর নাম দেওয়া হয়েছে 'স্ক্যাফোল্ড'। এটির মধ্যে বর্জ্যের মিশ্রণ এবং কিছু কণা রাখা হবে।
পানির সঙ্গে বিক্রিয়া করে এ কণা হাইড্রোজেন আলাদা করতে সক্ষম হবে। অবশিষ্ট পানি বিশেষ প্রক্রিয়ায় ছেঁকে পরিষ্কার করতে হবে। এ পরিষ্কার পানি পান করার জন্য পুরোপুরি নিরাপদ। তবে তা বোতলজাত করা সম্ভব হবে না। এ প্রক্রিয়ায় বর্জ্য থেকে জৈব জ্বালানিও উৎপন্ন করা যাবে।
পানির জন্য যে এলাকায় জীবন-মৃত্যু সমস্যা, সেখানকার জন্য এ প্রক্রিয়া খুবই ফলপ্রসূ হবে বলে দাবি করেন হেইগ।
সারাহ হেইগ বলেন, এ গবেষণা শুরুর পর অনেকে অনেক মন্তব্য করেছেন। অনেকে কৌতুক করেছেন। তবে তিনি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেন এবং অবশেষে সফল হন। তিনি বলেন, জৈব জ্বালানি নিয়ে অনেক গবেষণা ইতিমধ্যে শেষ হয়েছে।
এতে দেখা গেছে, মানুষের বর্জ্যে অনেক শক্তি রয়েছে। তার এ গবেষণা বলে, মানুষের বর্জ্যে অনেক হাইড্রোজেন আছে। এখন আমাদের কাজ হচ্ছে এ হাইড্রোজেন আলাদা করে ব্যবহার করা। ড. হেইগ এখন ইমপেরিয়াল কলেজ লন্ডন ও ডারহাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের সঙ্গে কাজ করছেন। এ গবেষণার জন্য বিল ও মেলিনা গেটস ফাউন্ডেশন তাকে এক লাখ মার্কিন ডলার দিয়েছে।
বিজ্ঞানীদের ব্যয়বহুল জৈব জ্বালানি ও নিরাপদ পানি উৎপন্নের এ ধারণার কাছে আরও দুই হাজার গবেষণা প্রস্তাব মার খেয়েছে বলে তারা দাবি করেন। এ গবেষণায় তারা পুরোপুরি সফল হলে আগামী বছর আরও ১০ লাখ মিলিয়ন মার্কিন ডলার পাবেন। আগামী বছর নাগাদ এ প্রযুক্তি বাজারে আসতে পারে।
হেইগ বলেন, প্রতিদিনই আমরা নানাভাবে অনেক কিছু অপচয় করে থাকি। আর সেই অপচয়ই এখানে বিনিয়োগ হচ্ছে।
এ থেকে আমরা পেতে পারি ব্যবহারযোগ্য সম্পদ। এ প্রযুক্তি উন্নয়নশীল দেশের দুর্গম অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ। এ থেকে কমবে দূষণ। বর্জ্য শোধনের খরচও কমবে।
খবর :Manchester Evening News
Turning toilet waste into drinking water: Bill Gates backs 'life-saving' research by Manchester academic Read more at: Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।