আমাদের কথা খুঁজে নিন

   

তৃতীয় নয়ন



ভুল বোঝা কাকে বলে বুঝতে পারি আমি কিন্তু কী এর মেকানিজম কেউ আমাকে বললো না। ওর চোখে বালি কিংবা একটা প্রচণ্ড ধেয়ে চলা পোকা ঢুকেছিলো আমি আশেপাশে ছিলাম ছিলো আরো দশেক সে আমাকেই জড়িয়ে ধরলো বললো চোখ আমার চোখ আমি রিয়েলি তার চোখ হব বলে কী আকুল হয়ে দেখছি তার চোখ আর সে খুলতেই পারছিলো না এই সময়ে পাশ দিয়ে গিয়েছিলো ঐ সুদর্শন মেয়েটা পূর্ণচোখে তাকে দেখতে গিয়ে আমাকে দেখতে দিলো বলে ধরা পড়া বালি/পোকা এ্যারেস্ট হয়ে যায় কিন্তু ততক্ষণে সুদর্শনটি বৃহত্তর বালি হয়ে ঢুকেছে তার চোখে আর বড় হতে হতে নিজেই তার তৃতীয় চোখ-আকার ধারণ করেছে। ঠিক করেছি তার কথা... তাহার কথা আলোচনায় তুলবো না আমি কারণ আসলে যে অস্তিত্বহীন তাকে অস্তিত্ব দেয়া একটা ভুল; এরকম ভুল মেয়েটা করছে কেন ভাবতে গিয়ে দেখেছি আমি আসলে তো মেয়েটাই নেই!! অথচ বৃহত্তর বালি কিংবা মতান্তরে তৃতীয় চোখের কারণে মেয়েটাকে নিজ চোখে সাতটা মহাসাগর ভরতে দেখেছি। অতএব মেয়েটা বা সুদর্শন কেউ নেই, ফোলা-চোখ-মহাদেশ আছে, আছে তারই তৈরী মহাসগর; আর আমি আমার রেসপেক্টে আছি বটে নিতান্ত গুরুত্বহীন, শুধু মাঝে মাঝে চোখ যদি জালা করে টের পাই আসলে আমিও নেই সত্য কথা, সত্য শুধু আছে বালি অথবা পোকা যার অন্য নাম তৃতীয় নয়ন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।