তবু তুই রয়েছিস বলে, ঘাসফুলে জল দোলে...
বিক্ষোভের ডামাডোল হঠাৎ করেই বেজে উঠে,
অস্ত্রের মুহুর্মুহু গর্জন আর
মাজলুমের বাঁচার আর্তনাদে ফুটে
জালিমের তৃতীয় চোখ।
আজরাঈলের মৃত্যু-হাত বিস্তৃত হয়
বুলেটের ডানায় চড়ে,
ভেদ করে জালিমের কলিজা।
হতে পারে-
বঞ্চিতের শক্তি-সামর্থ্য কম।
কিন্তু সাহসের অসীমতাকে রোধ করার
সাধ্য কার? কার!
বলি,
শিক্ষা নিতে যার চরম অনীহা
সে তো পুড়বেই ক্ষোভ-অনলের
লেলীহান শিখায়...
বারবার... আবার, এবং আবার,
চোখে আঙ্গুল দিয়ে ইতিহাস তো
তা-ই দেখায়।
প্রয়োজন শুধু সেই চোখ;
তৃতীয় চোখটার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।