আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগে যদি বিজ্ঞাপন এর ব্যবস্থা থাকতো

কত তারা আকাশে... বলা হয়ে থাকে যে , প্রচার ই প্রসার। মিডিয়া নির্ভরশীল যুগে আজ বিজ্ঞাপন এর ছড়াছড়ি। তাই ভাবলাম ব্লগে যদি দেওয়ার ব্যবস্থা থাকতো তাহলে কে কি ধরণের বিজ্ঞাপন দিতো তাই নিয়ে আজকের এই পোস্ট। বিজ্ঞাপন : কমেন্ট চাই। যা লিখা থাকবে: আমি ব্লগার করিম।

সামুতে নতুন লেখালিখি শুরু করেছি। আগে অন্য ব্লগে লিখতাম । নতুন বলে খুব একটা কমেন্ট পাচ্ছি না। নতুন হলেও আমি অনেক ভালো লেখা লিখি। আপনারা চাইলে আমার ব্লগ থেকে ঘুরে যেতে পারেন ।

সাথে কিছু কমেন্ট করে দিয়ে এই নতুন ব্লগারকে উৎসাহ দিবেন বলে আশা রাখি। আমার ব্লগের ঠিকানা নিচে দেয়া হলো: করিম এর ব্লগ বিজ্ঞাপন এর নাম: একটি সেইফ নিক চাই যা লিখা থাকবে: ব্লগে রেজিস্ট্রেশন করেছি অনেকদিন হলো । কিন্তু এখনো মডুরা পর্যবেক্ষণ এ রেখেছে। কিন্তু আমি লিখতে চাই , আর এই চাই যে সেই লেখা প্রথম পাতায় আসুক। আমি জানি , ব্লগে অনেকের মাল্টনিক রয়েছে।

তাই আমাকে একটি নিক দিতে চাইলে আমার সাথে আমার ব্লগে যোগাযোগ করুন। নিকের মূল্য আলোচনার মাধ্যমে ঠিক করা হবে। বিজ্ঞাপন এর নাম: নিখোঁজ বিজ্ঞপ্তি ( কুদ্দুস তুমি ফিরে এসো ) যা লিখা থাকবে: আমার সবচেয়ে প্রিয় ব্লগার কুদ্দুস কে ব্লগে অনেক দিন ধরে পাওয়া যাচ্ছে না। ব্লগার কুদ্দুস একজন সেলিব্রেটি ব্লগার। তিনি এ পর্যন্ত পোস্ট করেছেন ৪২০ টি।

তার মধ্যে উনার " যে ব্লগে আগুন জ্বলে " লেখাটি আজো বিখ্যাত। অনেক দিন ধরে তার নতুন কোনো লেখা না পাওয়ায় তার ভক্তকূল আজ শোকে মূর্হমান। তাই কুদ্দুস আপনি যেখানেই থাকুন না কেনো আপ[নার ভক্তকূলের মাঝে দেখা নিন। আর কেউ উনার খোঁজ পেলে নিচের ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ রইলো। বিজ্ঞাপন এর নাম: জরুরি নিয়োগ যা লিখা থাকবে: ব্লগে ছাগুচীফ পদে একজন ছাগু দরকার।

অভিজ্ঞতা: ১। অবশ্যই ব্লগের সবার কাছ থেকে ছাগু ট্যাগ খাইতে হবে। ২। কাঠাঁল পাতা খাওয়ার অভ্যাস থাকতে হবে। ৩।

একাধিক মাল্টিনিক থাকা লাগবে। ৪। কোনো অবস্থাতেই যুদ্ধের ময়দান ছেড়ে যাওয়া যাবে না। বেতন: আলোচনা সাপেক্ষে। যোগাযোগ করুন নিচের ঠিকানায় : http://www.somewhereinblog.net/blog/chagublog বিজ্ঞাপন এর নাম: কুলখানি যা লিখা থাকবে: ছাগুকর্মী ব্লগারছাগুরাম এর কুলখানি আগামীকাল শুক্রবার ব্লগে আয়োজন করা হবে।

গত ২১শে এপ্রিল রাত সাড়ে নয়টায় ব্লগের এক পোস্টে নিজামীর াছা বাঁচাতে গিয়ে ব্লগার ছাগুরাম ছাগুফাইটারদের হাতে শহীদ ফরমাইয়াছেন। এদিন দোয়া- মাহফিলের আয়োজন করা হয়েছে। শুভার্থী সহ সকল ছাগুর কাছে তার বিদেহী আত্মার জন্য দোয়া করার আকুল আবেদন জানানো হচ্ছে। অনুরোধক্রমে, ছাগুচীফ । বিজ্ঞাপন এর নাম: ব্লগিং গাইড বুক যা লিখা থাকবে: কি ব্লগে নতুন এসেছেন? নতুন পোস্টের টপিক খুজেঁ পাচ্ছেন না? সব কিছুর সমাধান নিয়ে এলো "ব্লগিং গাইড বুক" ।

এতে আপনি আরো যা যা পাবেন : ১। সহজে হিট হওয়ার কৌশল। ২। ছাগু শনাক্তকরণ এবং প্রক্রিয়াজাতজরণ ৩। ভালো পোস্ট লিখার কৌশল।

সহ আরো অনেক কিছু। লেখক: বর্তমান সময়ের হিট ব্লগার রহিম বইয়ের মূল্য: ৩০ টাকা + লেখকের প্রতি পোস্টে ৫ টি করে কমেন্ট করা বাধ্যতামূলক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.