আমাদের কথা খুঁজে নিন

   

ঠিপস: গুলাই খান, চাবায়ে খান; খাইলেই কাম হইব

যদি কারেন্ট চইলা যায় : আসার জন্য অপেক্ষা করুন (ধৈর্যই শক্তি ধৈর্যই বল) যদি জিনিষ পত্রের দাম বাড়ে : বেশী দামে ক্রয় করেন (প্রয়োজন মানুষকে কর্মঠ করে) যদি বিরোধীদল হরতাল দেয় : পালন করেন (পরের কারণে স্বার্থ দিয়া বলি . . .) যদি সরকার হরতাল দেয় : মাইনা চলেন (সরকারী আইন, মানতেই হবে) যদি গ্যাসের চাপ কম থাকে : এতেই রান্না করেন (সব কিছুতেই চাপে আছি, অন্তত গ্যাস ঠিক আছে) যদি রাস্তা কাটা বা ভাঙ্গা থাকে : সাবধানে পার হউন (সব সময় চোখ কান খোলা রাখা উচিৎ) যদি রাস্তায় অতিরিক্ত জ্যাম থাকে : জ্যাম ছাড়ার জন্য অপেক্ষা করেন (ধৈর্যই শক্তি ধৈর্যই বল) যদি চাকরী না পান : চেষ্টা করতে থাকেন (মিছা কথা, ঘুস দিলেই হবে) যদি কেউ ঘুস চায় : দিয়া দেন (জনস্বার্থে ব্যাক, এটাই নিয়ম) ক্লান্ত হইয়া গেছি। আপাতত এই ঠিপস গুলাই খান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।