সবাইকে আমার সালাম। আমি সদ্য গোল্ডেন এ+ পাওয়া ছাত্র অজপাড়াগায়ের ছাত্র । আমার পরিবারের সকলেই বেশ খুশি আমার এ ফল পেয়ে। আমাদের পাশের গ্রামের এক বড় ভাই নটরডেম কলেজে পড়ত ২০০৪ সালের দিকে। তাকে একনজর দেখার জন্য আশেপাশের গ্রাম থেকে অনেকেই আসত।
তখনই জানতে পারি নটরডেম কলেজ সম্পর্কে। সেই থেকেই ইচ্ছা ছিল স্বপ্নের এই কলেজে পড়ার। বাবার প্রায়ই বলেন ভাল করে পড়,নটরডেমে চান্স পেতে হবে।
বাবার এ স্বপ্ন বাস্তবায়ন করতে আমার এখন কি করার দরকার?কলেজে ভর্তির কোচিং করার জন্য ঢাকায় যাব-না কি করব এখন বুজতে পারছিনা।
নটরডেম ও রাজউক আমার প্রথম সারির পছন্দের কলেজ।
যেহেতু আমি ঢাকা থেকে অনেক দূরে থাকি,সেহেতু আমি কিভাবে জানব কখন এই দুই কলেজের ভর্তি ফর্ম ছাড়বে।
আপনাদের কাছে আমার তিনটি প্রশ্ন:
১.কবে নটরডেম ও রাজউক কলেজের ভর্তি ফর্ম ছাড়বে?
২.নটরডেম কলেজে ভর্তির জন্য কোচিং করার কি দরকার আছে?
৩.এখন আমি কি পড়ব ,নাইন টেইনের বই না এইচ এসসির বই?
++++++আমার কাকা বলেন,“নটরডেমে পড়লে মেছে থাকতে হবে,যেহেতু ঢাকায় আমাদের কোন আত্নীয় নেই। আর মেছে থাকলে
মন্দ মানুষের সাথে পরিচয় হতে পারে যার ফলে SSC তে যা রেজাল্ট করেছ HSC তে তাও হারাবে“। ++++++++
আমার জীবনের সকল ফলাফল। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।