আমাদের কথা খুঁজে নিন

   

বিদায় বসন্ত, বিদায় ১৪১৯

প্রত্যাশাই জীবন, বিবেক বাধা, আর বিভ্রান্তিই গতি সঞ্ছারক। হোক সে গতি পশ্চাৎমুখী কিংবা অভিমুখী। এই গতিতেই রয়েছে প্রত্যাশা, হয়ত ঊর্ধ্বমুখী কিংবা নিম্নমুখী ঋতুচক্রের পালাবদলে আমন্ত্রণ জানিয়েছিলাম বসন্তকে। এখন বিদায় জানাচ্ছি বসন্তকে, সাথে সাথে বিদায় জানাচ্ছি ১৪১৯ বঙ্গাব্দ। অনেক পাওয়া না পাওয়ার বছর এই ১৪১৯ বঙ্গাব্দ।

অনেক অর্জন আমাদের ১৪১৯ সনে। বছরের শুরুতেই শুনেছিলাম ইলিয়াস আলীর গুমের খবর। আবার রক্তাক্ত বিশ্বজিৎ কে দেখেছি। পেয়েছি যুদ্ধাপরাধীর বিচারের রায়। যদিও সরকারী ও বিরোধী দলে এখনো লুকিয়ে আছে কালো মুখোশধারি অনেক রাজাকার।

এই বছরে পেয়েছি গণজাগরণ মঞ্চ, সাথে ছিল ৬ দফা। আরো পেয়েছি হেফাজত ইসলামের লং মার্চ। সাথে শুনেছি ১৩ দফা। ভেঙ্গে গেছে পদ্মা সেতুকে ঘিরে বাঙ্গালীর দুঃস্বপ্ন। দেশের প্রতিটি খাতেই শোনা গিয়েছে কালো বিড়ালের সুতীক্ষ্ণ পায়চারী।

হলমার্ক কেলেঙ্কারিসহ দেশে বসেছিল কেলেঙ্কারির মেলা। আশুলিয়ার তাজরিন ফ্যাশন্সের কারখানায় আগুনে শতাধিক শ্রমিকের মৃত্যুর মর্মান্তিক ঘটনা আমাদের করেছে মর্মাহত। ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোয় এক কুড়ির বেশি মানুষ মারা গিয়েছিল। বছর জুড়েই বিরোধী দলগুলোর হরতালে জনগন অতিষ্ঠ হয়ে উঠেছে। আমারা হারিয়েছি প্রিয় রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে।

হারিয়েছি কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদকে। শেষ বেলায় হারালাম বিনোদবিহারী চৌধুরীকে। ১৪১৯ শেষ। সারমর্ম হিসেবে বলতে পারি বাঙ্গালী ভালো নেই। আমারা অনেক বিপদে আছি।

আমারা বুঝতে পারছি ১৪১৯ আমাদের ভালো যায় নি। তবুও স্বপ্ন দেখছি ১৪২০ ঘিরে। সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা আমাদের সকলকে রক্ষা কর। আমারা শান্তিতে বাঁচতে চাই। ১৪২০ সহ পরবর্তী বছরগুলো যেন আমাদের ভালো কাটে।

এই প্রার্থনা করি অন্তরের অন্তঃস্থল হতে। আমীন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।