আমি ৫০০৯৩ নম্বর ব্লগার কাঠের দরজা ঢেলে বেরিয়ে আসবে তোমার প্রভুরা অথবা মানুষকেই দাঁড়াতে হবে দরজায়। অকাল অন্ধকারের চাপে মাথায় তখনো পাওয়া যাবে কিছু ছিন্ন মুকুল- জীর্ণ কিছু পাতা আরো দু-একটি কীট, কীটের ঝরা পাতা তবুও আমরা যাই না মন্দিরে,মসজিদে-গীর্জায়- তাদের পোশাকটা কী হবে? ব্যক্তিগত উপাসনালয় সবারই থাকে এই ধরুন আমার ত্বকটাই পোশাক আর চিহ্ন; একটু ভিতরে আমি, রক্তের ঠিক গূঢ়তার মধ্যেও আমি, মানে প্রত্যেকটি আমি তারও গভীরে অন্তত আমরা, আমদের এই একাকী নিসর্গ ভ্রমন যুগ যুগ দাঁড়িয়ে থাকা যথেষ্ট নয়। যাজক ও শাসকশ্রেণীর দ্বন্দ্ব সংঘাতের ঘোলাটে ইতিহাস প্রাচীন প্রসিদ্ধ মাথাটা উর্ধমূখী করে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কেবল লিখে যাই মানুষকেই দাঁড়াতে হবে দরজায়
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।