মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। বিনুদুনের দেশ আমাগো বাংলাদেশ। কত রকমের বিনুদুন যে আছে এই দেশে তার কুন ইয়ত্তা নাই। বিনুদুনের চোটে হাসতে হাসতে লুংগি খুইল্যা পইড়্যা যায় মাঝে মাঝে। কিরা কসম খাই পেপার, ব্লগ আর পড়মু না।
মাগার বয়স হইল বুড়া হইলে যা হয়! আবার ভুইল্যা যাই!
আইজকার বিনুদুনের কারন, আমাগো বাআল এর প্রভাবশালী নেতার বয়ান। তিনি কইছেন যে, আওয়ামী লীগ হত্যা ও গুমের রাজনীতিতে বিশ্বাস করে না। এইখানে এই কতা নতুন যারা এক কুড়ি বা দেড়-দুই কুড়ি বয়স, তাগোরে বিশ্বাস করাইন্যা কঠিন কিছু না; মাগার আমরা যারা বুড়া বা দুই কুড়ির বেশীর বয়স, তাগো কি কইর্যা বিশ্বাস করাইবে? নগদে দেশে কি হইতাছে, ঐ কতা তো বাদ ই দিলাম।
৭২ সাল থিক্যা ৭৫ সাল পর্যন্ত হাজার হাজার জাসদ কর্মীরে গুম আর খুন করা হইছিলো। এই যে মহাজোট সরকারের কি জানি সংসদীয় কমিটির প্রধান ইনু এই তো ছিল ঐ সময়ের জাসদের গণবাহিনীর সেনাপতি এই ইনু ও তো এখনও জীবিত(যদি ও আইজক্যা মহাজোটে)।
যেই কতা কইছিলাম, ৭২ সাল থিক্যা ৭৫ সাল পর্যন্ত যে হাজার হাজার জাসদ কর্মী গুম আর খুন হইছিলো, তখন কি জামাত-বিএনপি, নাকি জাতীয় পার্টি ক্ষেমতায় আছিলো? আর সর্বহারা পার্টির সিরাজ শিকদার খুন? সেইটা কারা করছিলো? কে কইছিলো, "কোথায় আজ সিরাজ শিকদার"?
সেলিম সাইব, সবাইরে পুলাপানের মতো আন্দাজ কইরেন না। আফনের ভাই মনি শেখ সাইবরে ডুবাইছিলো, আর আফনে ডুবাইছেন হাসিনারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।