আমাদের কথা খুঁজে নিন

   

কেজি স্কুল বনাম ইউনিভার্সিটি (না পড়লে মিসাইবেন কইলাম)___ ব্যাফুক বিনুদুনের পোষ্ট !!!!

আউলা মাথার বাউলা পোলা।

কেজি স্কুল আর ইউনিভার্সিটি । শিক্ষা জীবনের দুই মেরু। কত হাজারো মধুর স্মৃতি ঘেরা বিদ্যাপীঠ। কি মনে পড়ে সেই আনন্দমাখা দিন গুলির কথা?? চলুন না,চোখ বন্ধ করে আরেকবার ফিরে যাই সেই সময়ে।

____________________________ হয়েছে হয়েছে এবার চোখ খুলুন। আসুন, স্মৃতি ঘেরা এই দুই মেরুর তুলনা মুলক কিছু মজার ব্যাপার (নিশ্চয় ই আপনার জীবনেও ঘটেছে) আজ আপনাকে আবার স্মরন করিয়ে দেই। দেখুন ত ব্যাপার গুলি আপনার অতীত অভিজ্ঞতার সাথে মেলে কিনা??? ____________________________________________ ১.কেজি স্কুল = পেন্সিল, ইরেজার, শার্পনার, স্কেল, জ্যামিতিবক্স, পেন্সিলবক্স ১.ইউনিভার্সিটি = ১টা মাত্র বলপেন তাও আবার ক্লাসমেট এর থেকে চেয়ে নেয়া ২.কেজি স্কুল = ক্লাস এ ঢোকার আগে “স্যার/ম্যাম, আসতে পারি?” ২.ইউনিভার্সিটি = কানে মোবাইল লাগিয়ে চুপচাপ ক্লাস থেকে বের হয়ে যাওয়া ৩.কেজি স্কুল = ব্যাগে প্রত্যেক বিষয়ের বই, আলাদা খাতা আর নোট ৩.ইউনিভার্সিটি = “দোস্ত, তোর খাতা থেকে ১টা পৃষ্ঠা ছিঁড়ে দে না। ” ৪.কেজি স্কুল = ক্লাস টেস্ট এ মার্ক্স থাকে ৯০ এর উপরে তাও ১০০ না পাওয়াতে মায়ের বকুনি ৪.ইউনিভার্সিটি = full mOOn আর রসগোল্লা ই খালি কপালে জোটে ৫.কেজি স্কুল = সাথে আনা টিফিনবক্স এ মায়ের হাতে বানানো সুস্বাদু খাবার ৫.ইউনিভার্সিটি = ক্যাফে তে ঢুকেই, “দোস্ত, আজকের বিলটা না হয় তুই ই দিয়ে দিলি, কেমন??” ৬.কেজি স্কুল = ২ দিন পরই ফাইনাল পরীক্ষা তাই রাত জেগে পড়ার সময় মাও সাথে জেগে থাকে ৬.ইউনিভার্সিটি = সারারাত জেগে থেকে তুমুল হইচই করে সবাই মিলে কার্ড খেলা ৭.কেজি স্কুল = রেজাল্ট ভাল হলে ভিডিওগেম এর জন্য বাবার কাছে আবদার ৭.ইউনিভার্সিটি = রেজাল্ট ভাল হলে দামি মোবাইল এর জন্য বাবার কাছে আবদার ৮.কেজি স্কুল = বিকেল বেলা স্যারের কাছে প্রাইভেট পড়া ৮.ইউনিভার্সিটি = ফ্রেন্ড সার্কেল এ সবাই মিলে জমপেশ আড্ডা ৯.কেজি স্কুল = “ইশ!! মেয়েটা দেখতে কি কিউট। যাই ওর সাথে বন্ধুত্ব করি।

” ৯.ইউনিভার্সিটি = “দোস্ত, আজকে ক্যাম্পাসে ১টা মাল দেখলাম। ওরে কালকেই প্রপোজ করব ভাবছি। ” ১০.কেজি স্কুল এ মাইরপিট লাগলে, "খাড়া, তোর আম্মুর কাছে বিচার দিমু" ১০.ইউনিভার্সিটি তে মারপিট লাগলে, "এক্কেবারে গুল্লি কইরা দিমু কইলাম" ১১.কেজি স্কুল = বড়দের কড়া শাসনে অতিষ্ঠ হয়ে , “ধুর ছাই। কবে যে ইউনিভার্সিটি তে উঠবো??” ১১.ইউনিভার্সিটি = পরবর্তী জীবনের কথা ভেবে, “আহা রে, আর কয়েক দিন পরেই সবাইকে ছেড়ে চলে যেতে হবে। ” ____________ সবাইকে স্কুল আর ইউনিভার্সিটি জীবনের অনেক অনেক শুভেচ্ছা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.