আমাদের কথা খুঁজে নিন

   

মজার ফেসবুক প্রোফাইল ইনফো

অনিশ্চিত ভবিষ্যতের পথপানে চেয়ে বসে আছি I am a simple enigmatic human being; the most sophisticated & advanced creature in the earth. My horoscope is Libra (তুলা) [9th October] I am a dreamer. I am a listener. I am an observer. I am a self dependent & practical person. I am colored like rainbow… I am hard like stone… I am cold like ice… I am hot like fire… I am strong like storm… I am flowing like wind… I am shiny like light… Age never touches me. Sorrow never touches me or I never touch sorrow. My inspiration is the man inside me. If I could go back in time, then I would like to live in cadet college life. I would like to be at a point in my life when I am known by my works & my achievements. My philosophy in life is to know myself and judge myself. Getting introduced myself every day.... Don’t know where it ends or when it ends........... That’s me... ইংলিশে অনেক ভাবগম্ভীর ভাবের কথা বলছি যেন সবাই আমাকে জ্ঞানী মনে করে। এখন বাংলাতে আমার সম্পর্কে কিছু বলি। আমি অনেক বেশি ভাল একটা ছেলে। আমার মত ভালো ছেলে সচরাচর দেখা যায় না। আমি বোকা বোকা সেজে থাকতে পছন্দ করি।

লোকজন যখন আমার বোকা ভাব দেখে আমাকে বোকা মনে করে তখন আমার খুব ভাল লাগে। আমার মনে প্রতিনিয়ত নতুন নতুন শখের উদয় হয় এবং আমি সে শখগুলো পুরণ করার চেষ্টা করি। আমি পড়াশুনা করতে খুব পছন্দ করি। কিন্তু পড়াশুনা করতে বসলে আমার অনেক ঘুম পায়। আমি পড়াশুনা থেকে ঘুম অনেক বেশি পছন্দ করি, তাই পড়াশুনার সময় ঘুম আসলেই আমি ঘুমায়ে পড়ি।

ঘুমালে আমি স্বপ্ন দেখি। স্বপ্নে যা দেখি তার সবকিছু এখানে বলা যাবে না, সমস্যা আছে। কিন্তু ঘুম থেকে উঠার পর আমি অনেক স্বপ্ন ভুলে যাই………. আমি অনেক কম কথা বলার চেষ্টা করি। কিন্তু কিভাবে যেন বেশি কথা বলা হয়ে যায়। আমি আমার কালেকশনে অনেক জ্ঞানগর্ভ জিনিস রাখার চেষ্টা করি।

বহু বইপত্র থেকে শুরু করে অনেক বিরল জিনিস আমার কালেকশনে আছে। এছাড়া আমার বুক সেলফে বিভিন্ন মোটা মোটা বই আছে। কিন্তু এর সবগুলো আমি পড়ি না। ওগুলো ভাব মারার জন্য কালেক্ট করে রাখছি। লোকজন ওগুলো দেখে ভাবে আমি অনেক জ্ঞানী এবং পণ্ডিত একজন মানুষ।

তখন লোকজন আমার সাথে অনেক জ্ঞানী জ্ঞানী কথা বলে, যা শুনতে আমার অনেক মজা লাগে। মজা লাগলে আমি মুচকি মুচকি হাসি। তখন আমাকে আরও জ্ঞানী জ্ঞানী মনে হয়…… কেউ প্রশংসা করলে শুনতে আমার খুব ভালো লাগে। প্রশংসা শুনে আমি লাল হয়ে যাই এবং যে আমার প্রশংসা করে তাকে আমার খুব ভালো লাগতে শুরু করে। আমি কথা বলার চেয়ে শুনতে বেশি পছন্দ করি।

অহংকার ও ego problem আছে এমন মানুষের সাথে আমার বনিবনা হয় না। তাই আমি এসব মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করি। লোকজন হাসির কথা বললে আমি অনেক মন খুলে দাঁত বের করে হাসি। দাঁত বের করে হাসলে অনেক শব্দ হয়। তখন লোকজন আমার দিকে তাকিয়ে থাকে।

লোকজন আমার দিকে তাকিয়ে থাকলে আমি লজ্জা পাই। লজ্জা পেলে আমার হাসি থেমে যায়। পৃথিবীর সব মানুষ এত সৎ আর সত্যবাদী যে আমি কাউকে বিশ্বাস করি না। একাকীত্ব আমার খুব ভালো লাগে। মানুষকে আমার দুনিয়ার সবচেয়ে জটিলতম জিনিস বলে মনে হয়।

আমি নিজে খুব straight forward সত্যবাদী মানুষ তো তাই মিথ্যা কথা একদম সহ্য করতে পারি না। আমার কম্পিউটার, ইন্টারনেট ও টেকনোলজি সম্পর্কে জানতে খুব ভালো লাগে। কেউ এগুলো নিয়ে কথা বললে আমি হা করে তার কথা শুনতে থাকি। পেইন্টিং এবং ফটোগ্রাফিতে আমার অন্যরকম আগ্রহ আছে। এই দুটো হল বহুদিন ধরে আমার মনে লালন করা স্বপ্ন।

Basketball খেলার প্রতি আমার অন্যরকম আকর্ষণ আছে। আমার ছোটবোন রাফিয়া আমার সবচেয়ে প্রিয় মানুষ। ওর মুখের হাসি দেখলে আমি পৃথিবীর সব দুঃখকষ্ট ভুলে যাই। আমার automobile engg. ও aeronautical engg. এই দুইটি বিষয় খুবই পছন্দের। আমি কোনো কাজ করলে, সেটা মানুষজনকে ডেকে ডেকে দেখাতে পছন্দ করি।

আমি খুব কর্মঠ একজন ছেলে। কিন্তু কোন কাজ করতে ভালো লাগে না। তাই কোনো কাজ করি না। কাজ না করলে আমি ফেসবুকে বসি। ফেসবুকে বসে আমি পৃথিবী এবং পৃথিবীর মানুষ সম্পর্কে জানতে চেষ্টা করি।

পৃথিবীর মানুষকে জানতে গিয়ে ভালো লাগলে তাদের অনুকরণ করতে চেষ্টা করি। এই লেখাটিও আমার একজন ভালো লাগা মানুষকে অনুকরণ করে লেখা। তবে পুরোটা নয়, আংশিক। এটাই ১০০% হালাল এবং আসল প্রোফাইল। আমাকে বন্ধু হিসেবে যোগ করতেঃ আপনি যদি পুরুষ হন তাহলে আপনার জীবন বৃত্তান্ত (নিজের নাম, পিতা/মাতা/ স্বামী/ স্ত্রী/ শালীর নাম, জন্মসাল, শিক্ষাগত যোগ্যতা, ২ কপি পাসপোর্ট সাইজ সত্যায়িত ছবি, ব্যাঙ্ক আকাউন্ট নাম্বার, ক্রেডিট কার্ড নাম্বার, কর্ম বৃত্তান্ত, ট্যাক্স আইডি নাম্বার/সোসাল সিকিউরিটি নাম্বার) সহ আমাকে বার্তা প্রেরণ করুন।

আপনি মহিলা হলে Top right corner এ Add Friend বাটনে টিপি দিয়ে আমাকে যোগ করে ফেলুন। প্রোফাইল দেখতে ক্লিক করুন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.