আমাদের কথা খুঁজে নিন

   

শকুনের দোয়ায় যেমন গরু মরে না, তেমনি নাস্তিক মামাদের বঁদড়ামির কারনেও মুসলমানের সংখ্যা কমে না

We must not exist, our existance is the most impossible thing. সহিংসতা অক্ষমের শেষ অবলম্বন-- কথাটা বলছিল সম্ভবত আইজ্যাক আসিমভ। আমাদের ব্লগের নাস্তৈক মামাদের ইসলাম নিয়া এলার্জি দেখতে দেখতে কথাটা মনে হইল। নাস্তৈক মামারা যুক্তি, বুদ্ধি, প্রজ্ঞা ইত্যাদি অস্ত্রের সর্বোচ্চ প্রয়োগ করার পরেও যখন দেখতেছেন মৌলবাদী, ধর্মান্ধ, গোড়া মুসলমানদেরকে সংখ্যা দিনে দিনে বেড়েই চলতেছে, তখন শেষ উপায় হিসাবে বিভিন্ন প্রকারের বঁদড়ামি বাইছা নিছেন। বৃটেনে নাকি প্রতি বছর ১০,০০০ থেকে ২০,০০০ লোক ইসলাম গ্রহন করে। আমেরিকার মুসলমানদের একটা বড় অংশ (২৫%) নাকি কনভার্টেড। [New York Times]। আগামী ২০ বছরে সারা পৃথিবীর মুসলমানদের সংখ্যা নাকি অমুসলমানদের চেয়ে দ্বিগুন হারে বৃদ্ধি পাবে এবং এক প্রজন্ম পরে পৃথিবীর চারভাগের একভাগ জনসংখ্যা হবে মুসলিম। -- উইকিপিডিয়া শকুনের দোয়ায় যেমন গরু মরে না, তেমনি নাস্তিক মামাদের বঁদড়ামির কারনেও মুসলমানের সংখ্যা কমে না

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.