কালাম ও কালেমার মাঝে মুর্শিদের জাগ্রত উপস্থিতি
কহিতে বাসনা ছিল,
(জাতী)রাষ্ট্র নাই হয়া গেছে...!
এই কথা কলিযুগে কেহ কেহ কইতে আছে
আ মরি, সত্যযুগ আসিছে দ্বারে
এত বিলম্ব করে এত রাজচক্রবর্তীর লহু ব্যবসা সেরে
নাই হলে তথাস্তু, নাই কিছু? বটে!
নিখিল নাস্তির মাঝে তবু কিছু রটে...
না থাকারও 'থাকা' আছে, আছে বিস্তার
নতুন নিয়মে পুরাতন সংহার, আর
কে মরিয়া কি বাচিল? কে খাইল মৃতদেহ!
সেই ঠাহর হইল না। শুধু শকুনের দিন
নিয়ে গেল বাজপাখি, আকাশ ঢাকিয়া গেল চিলে
অর্থনীতির তত্ত্ব গড়িয়া গেল, প্রান্তদেশে...
বড় বিচিত্র, বড় অদ্ভূত, অর্ন্তযামী আড়ালে হাসে
মহাসমরারোহে ঐ দেখ 'বিশ্ব' উপসর্গ আসে
দ্রষ্টব্য (Click This Link)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।