আমাদের কথা খুঁজে নিন

   

বানী চিরন্তন!!!!!!!!!!! জেনে রাখা উচিৎ , যে কোন সময় ভাইভাতে চলে আসতে পারে।

১। ''দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ ঘটেনি। ''-পররাষ্ট্রমন্ত্রী দিপুমনি। ২। "অন্য দেশে আয় করে আমার দেশে পাঠাচ্ছে।

এদের ওপর কোনো কর আরোপ করা হয় না। এতে টাকা কালো হচ্ছে। "-অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ৩। “সাগর-রুনি হত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে আটক করা হবে।

“- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। ৪। “ভবিষ্যতে বিরোধী দলে গেলে আওয়ামী লীগ বিশৃঙ্খলা-ভাংচুর করবে না। হরতাল ডাকবে না। আওয়ামী লীগ আগেও কখনো বিশৃঙ্খলা কাজ করেনি, ভবিষ্যতেও করবে না।

”-স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। ৫। আমার মনে হয় সরকার পরিবর্তন হবে না। যদি হয় তাহলে এই সরকারের কোনো উন্নয়ন প্রকল্প পরবর্তী সরকার বন্ধ করতে পারবে না। আর যদি করে তাহলে অর্থনৈকিভাবে তা গ্রহণযোগ্য হবে না।

--অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ৬। "আমি পরীক্ষিত সৎ লোক"-সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ৭। ‘‘মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর কখনো দুর্নীতির আশ্রয় নেইনি। -সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ৮।

যুদ্ধাপরাধীদের রক্ষার জন্যই এসব সহিংসতা হচ্ছ |-স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। ৯। ‘ব্যক্তিগতভাবে আমি কালোটাকা কখনোই চাই না। কিন্তু গণতন্ত্রে মাঝে মাঝে সমঝোতা করতে হয়। ’-আবুল মাল আব্দুল মুহিত।

১০। আমার চেয়ে বেশী দেশপ্রেমিক আর কে আছে”? -মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা। ১১। ‘ব্যক্তিগতভাবে আমি কালোটাকা কখনোই চাই না। কিন্তু গণতন্ত্রে মাঝে মাঝে সমঝোতা করতে হয়।

’-অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ১২। “আমার বেয়াই রাজাকার হলেও যুদ্ধাপরাধী নয়। “ –প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৩।

“শেখ হাসিনা ছাড়া সৌদিবাদশা আর কারো সাথে কোনদিন দেখা করেননি। “- পররাষ্ট্রমন্ত্রী দিপমনি। ১৪। “আপনারা কম খান কোন সমস্যা থাকবে না। “- বাণিজ্যমন্ত্রী ফারুক খান।

১৫। “দেশের আইন- শৃঙ্খলা পরিস্থিতি যে কোন সময়ের চেয়ে ভাল। “- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। ১৬। “বঙ্গবন্ধু জম্মের সাথে সাথেই না কেদে জয়বাংলা বলে উঠেছেন।

“-স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকু। ১৭। “যাদের চেহারা সুরত ভাল না, তারাই বোরখা পড়ে। “ -ডেঁপুটি স্পিকার শওকত আলি। ১৮।

“শেয়ার মার্কেটে কোন ইনভেস্টর নাই, সব জুয়াড়ি। “- অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ১৯। “পেঁয়াজ না খেলে কি হয়?”- বাণিজ্যমন্ত্রী ফারুক খান। ২০।

“আমার নেত্রী জীবনে কখনো কোনদিন মিথ্যা কথা বলেননি। “- রাষ্ট্রপতি জিল্লুর রহমান। ২১। “একদিন বাজারে না গেলেই সব ঠিক হয়ে যাবে। “-অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

২২। “কারো বেডরুম পাহারা দেওয়া সম্ভব নয়। “- মাননীয় –প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা। ২৩। "আমার মন্ত্রীরা কথায় নয়; কাজে স্মার্ট।

" - শেখ হাসিনা। ২৪। "আমার সরকারের বিরুদ্ধে কোনো দুর্মীতির অভিযোগ নেই। " -প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৫।

"BTV বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় চ্যানেল" -তথ্য মন্ত্রী ২৬। ”বাসা বাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ করা উচিত”- অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।