সকল ব্লগারদের অবগিতর জন্য জানানো যাচ্ছে যে, সকল প্রকার ভাল মন্তব্য সাদরে গ্রহন করা হবে। কোন বা
হযরত আলি ইবনে আবু তালেব রা: থেকে বর্নিত। তিনি বলেন রাসূল সা: বলেছেন, তোমাদের প্রত্যোকের স্থান জান্নাত বা জাহান্নামে লেখা হয়ে গেছে। সাহবীগন বললেন, হে আল্লাহর রাসূর! আমরা কি আল্লাহর এ লেকনীর দিকে তাকিয়ে থাকব ? আর আমাদের কাজকর্ম ছেড়ে দেব? তিনি বললেন: তোমরা কাজ করতে যাও, কেননা যে কাজের জন্য যাকে সৃষ্টি করা হয়েছে তা তার পক্ষে সহজ হবে। অতএব যে ব্যক্তি জান্নাতবাসী তার জন্য সত কাজ সহজ হবে। আর যে ব্যাক্তি জাহান্নামী তার জন্য অসত কাজ সহজ হবে।
(বুখারী ও মুসলিম)
ধারাবাহিক ভাবে হাদীসের বানী চলতে থাকবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।