আমার হাতদুটো পা হয়ে গেলে আর পা হাত; তাহলে কি তুমি করমদর্নের সজ্ঞাটা পালটে দিবে
ভন্ড রাজনীতিকদের থেকে দূরে থাকুন।
ভন্ড রাজনীতিক আর বেশ্যার মদ্ধে কোন তফাত নাই। ক্ষুধা-দারিদ্রতার তাড়নায়, বেঁচে থাকার তাগিদে বেশ্যা খদ্দের পালটায়, আর ভন্ড জনীতিক দেশকে নিয়ে, জনগন কে নিয়ে পাশা খেলে যায়, মত বদলায়,দল পালটায়, রাজাকার কে বুকে জড়িয়ে নেয়, মৌলবাদের উপর সোচ্চার হয়-আবার মৌলবাদের ছায়াতলে ফতোয়া মারায়। পাল্টাপাল্টির খেলা বেশ্যাও করে, সে শুধু খদ্দের পালটায় কিন্তু শরীর তার এক, শারীরিক ভাষা তার এক, চাহিদার কারন ও এক। তাই, বেশ্যাকে বিশ্বাস করা যায়, কিন্তু কোন রাজনীতিক কে নয়। আপনার বাড়ী তে কুকুর থাকলে যেমন দরজায় লিখেন "কুকুর হইতে সাবধান", তেমনি দিন এসেছে- বাংলাদেশ এর সব মানুষ কে জানিয়ে দিতে চাই, "ভন্ড রাজনীতিক হইতে সাবধান"। এদের জন্য মায়া কান্না করবেন না, এদের জন্য আর মিছিল মিটিং, সভা-সেমিনার নয়-নয় অনশন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।