আমাদের কথা খুঁজে নিন

   

কিছু প্রশ্নোত্তরের মাঝে যাই -----দূর্যোধন

আসেন ভাই ও বোনেরা । কিছু প্রশ্নোত্তরের মাঝে যাই । ১। শাহবাগের আন্দোলন শুরু হইছিল কেন ? - কাদের মোল্লার যাবজ্জীবন রায় দেয়ার প্রতিবাদে । ২।

কে বা কারা দায়ী ছিল সেই রায়ের জন্য ? - উত্তর আপনারা দেন । ৩। দায়ীদের জন্য কি ব্যবস্থা নেয়া হইছে ? - উত্তর আপনেরা দেন । ৪। গনজাগরন মঞ্চ কাদের মোল্লার ফাঁসির দাবী এবং জামাত নিষিদ্ধের ব্যাপারে আল্টিমেটাম দিছিল ,তাঁর আপডেট কি ? -উত্তর আপনেরা দেন ।

৫। হিন্দুদের বাসা , মন্দিরে আগুন ধরায়া দিছিলো কারা ? - উত্তর আপনেরা দেন । ৬। তাদের বিরুদ্ধে কি একশন নেয়া হইছে ? - উত্তর আপনেরা দেন । ৭।

রেললাইন উপড়ায়া দিছিল কারা ? - উত্তর আপনেরা দেন । ৮। তাদের বিরুদ্ধে কি একশন নেয়া হইছে ? -উত্তর আপনেরা দেন । ৯। গনহারে গাছ কর্তন করছিলো কারা,পুলিশের মাথা থেতলাইছে কারা ? - উত্তর আপনেরা দেন ।

১০। কি একশন নেয়া হইছে ?- উত্তর আপনেরা দেন । ১১। বি এন পি'র নেতারা জেলে কেন - উত্তর আপনেরা দেন । ১২ ।

তাদের অপরাধের (ককটেল পাওয়া গেছে কয়েকটা,তাতেই ! ) চেয়ে বড় অপরাধ কইরা পার পাইতেছে কারা ? - উত্তর আপনেরা দেন । ১৩ । কি কারনে তারা পার পাইতে পারে ? - উত্তর আপনেরা দেন । ১৪ । নারী পুরুষের সমান অধিকার কি সংবিধানে আছে কি নাই ? কর্মক্ষেত্রের স্বাধীনতা আছে কি নাই ? - উত্তর আপনেরা দেন ।

১৫ । সংবিধান অনুযায়ী হেফাজতে ইসলাম নারী পুরুষ সংক্রান্ত দাবী সঠিক ? - উত্তর দেন । ১৬ । সঠিক না হইলে কেন তাদের বিরুদ্ধে একশন হয় নাই ? - উত্তর আপনেরা দেন । ১৭।

গনজাগরন মঞ্চ ৮ তারিখের হরতালে লাঠি মিছিল না কইরা ৯ তারিখের হরতালে লাঠী মিছিল করে কেন ? - উত্তর আপনেরা দেন । ১৮। গ্রেফতার কৃত ব্লগাররা শাহবাগের জাগরনে ভুমিকা রাখছে ? - উত্তর আপনেরা দেন । ১৯ । তাদের নিয়া মঞ্চের কোনো বক্তব্য নাই কেন - উত্তর আপনেরা দেন ।

২০ । এই মূহুর্তে যুদ্ধাপরাধীদের বিচারে গনজাগরন মঞ্চের কর্মকান্ড সন্তোষজনক ? - উত্তর আপনেরা দেন । আরও প্রশ্ন করবো ? বিভেদ করবো ? আঙ্গুল তুলবো ? প্রশ্ন করার অধিকার আমার আছে । আমি প্রশ্ন করলাম । সব নীতিহীন ! সব জোচ্চোর ! (C) দূর্যোধন দূর্যোধন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।