আমাদের কথা খুঁজে নিন

   

ক্রনিক বিনাইন ব্লগাইটিস- একটি ব্লগীয় ব্যাধি সম্পর্কে জানুন(ফান পোস্ট)

........ কারণঃ আনলিমিটেড ইন্টারনেট ব্রডব্যান্ড ১/৩/৫ গিগা ইন্টারনেট প্যাকেজ করার মত কাজের কাজের অভাব অঢেল সময় লক্ষণঃ ঘন ঘন পাতলা পোস্ট ঘন ঘন রিপোস্ট দিনে ৬/৭বার কপি পেস্ট “মুই কি হনুরে” সিন্ড্রোম্প্রসূত পোস্ট সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে চুল্কানি পোস্ট প্রসব বিভিন্ন ক্যাচালে সক্রিয় অংশগ্রহণ কথায় কথায় বিভিন্ন গোষ্ঠীকে সমষ্টিবাচক বিশেষ্য ব্যবহার করে গালি প্রদান ১৮+পোস্ট, ক্যান্ডাল ভিডিও লিঙ্ক শেয়ার করে লুল-হুজুগ সৃষ্টি করা ফান পোস্টে গিয়ে সিরিয়াসনেস কপচানো অথবা সিরিয়াস পোস্টে গিয়ে সস্তা মজাক করা উপসর্গঃ মাথা ঝিমঝিম করা চোখ ব্যথা করা(স্ক্রিণের দিকে তাকিয়ে থাকতে থাকতে) ঘাড় ব্যথা করা ক্যাচালে অংশ নিয়ে মানসিকভাবে দুর্বল হয়ে পড়া ঘরকুনো হয়ে যাওয়া নিজেকে “তালেবর” মনে হওয়া(কিছু কিছু ক্ষে্ত্রে) প্রতিকারঃ পরিমিত ঘুম ব্লগের পুরোন ভাল ভাল পোস্ট পড়া ক্যাচাল হতে দূরে থাকা ভালো পোস্ট দেয়ার চেষ্টা করা ব্লগকে “ঘরবাড়ি” না বানিয়ে ফেলা চিকিতসাঃ এক-দুই সপ্তাহের জন্য "জেনারেল" হয়ে যাওয়া


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।