প ইলিয়াসের স্ত্রী আজ হাসিনার সাথে দেখা করতে গিয়েছিলেন। কাকুতি মিনোতি করে ফেরত চাইলেন স্বামীকে। তিনি বরাবরের মত আশ্বাস দিলেন , যেমনটা দিয়েছিলেন সাগর রূনীর বেলায়।
পীরে মাতা হাসিনা আপনিতো স্বজন হারানো ব্যাথা নাকি সবচেয়ে বেশী বুঝেন মাঝে মাঝে বাবা, মা, ভাইয়ের কথা মনে করে কাদেন অবশ্য চক্ষু দিয়া একফোটা পানিও বাইর হয়না। আপনার বাবা যখন মারা যান তখন আপনি অনেক বড় বুঝতে শিখেছেন, বাবার অনেক আদর পেয়েছেন।
কিন্তু সাগর রুনী আর ইলিয়াসের ঐ দুই নাবলকের কষ্টতো আপনার চেয়ে বেশী। বিশেষ করে রুনীর বাচ্চাটা।
দিন না মাটি দিয়ে ইলিয়াস , সাগর ,রুনি বানিয়ে ফু । ফিরে পাক তারা জীবন। জানি পারবেন না।
অবশ্য আপনাকে বলে লাভ নাই , আপনি তো আপনার পোশা কুকুর ছাত্রলীগই নিয়ন্ত্রন করতে পারেন না। দেশ চালাবেন কি করে ? ক্ষমতা ছেরে ছেলে, মেয়ে, নাতনীদের সাথে সময় কাটান। আপনারা দুই নেত্রী আল্লাহর ওয়াস্তে আমাদের মাফ করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।