নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই কখনো নামগুলো একেকটি সর্বনাম, অনুভব অন্য অনুভবের মত, খাদ্যগ্রহণ আর খাদ্যহীন ফুটপাথ, সিটি বাসের মত শাপলার চারদিকে ঘুরে যাওয়া, ঘুরে ক্রীড়নক সমান্তরাল উপবৃত্ত আসনে - তুমি মিশে গেছে ভিড়ের অরণ্যে, বিশৃঙ্খল পাখিদের শব্দে, কারখানার হাতুড়িজটে, প্রেশার চুলার সিটিতে হরিণ ছাপা দরজার পর্দায় স্থির জন্তুদের মত, প্রসারিত ঠোটে বক্স ক্যামেরায় হাসছিল একজন বৃদ্ধ, শার্টের বকরম তর্জনী হয়ে উঁচিয়ে ছিল কণ্ঠাস্থিতে, একটা সময় ক্রিয়াপদের জঞ্জালে আলাদা করা যায় না কিছুই, ছাপানো লেখা রোদের আঁচে ঝাপসা হয়ে অফসেট ফিরে আসলে কখনো তোমার সব অনুভব অভিধানের সমার্থক শব্দ। একজন তুমিত্বেই তুমি, জামায় অবাধ্য কিশোরের লাল নীল অ্যামোনিয়া রঙ । -- ড্রাফট ১.০
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।