হতাশা আর দু;খ ব্যাথা যাদের দেখে থমকে দাঁড়ায় আজকে তাদের খুব প্রয়োজন, বিশ্ব এসে দু হাত বাড়ায়। দাতের ব্যাথায় কাতর মারেক ওলজেস্কি ভাবলেন ডাক্তারের কাছে না গেলেই নয়। মিস ম্যাকোয়িয়াক, দাতের ভালো ডাক্তার...শুধু পুর্ব পরিচিত বললে তো কম বলা হবে...তার পুর্বের গার্লফ্রেন্ড। একটাই সমস্যা, তার সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে এই যা। তবু পেশাদার ডাক্তার ভেবে তার কাছেই যাওয়া ঠিক করলেন তিনি।
মিস ম্যাকোয়িয়াক, পুর্বের বয় ফ্রেন্ড কে দাতের ব্যাথা নিয়ে আস্তে দেখে ভাবলেন এই সুযোগ! ব্যাটা আমারে ফেলে নতুন বান্ধবী লইয়া ঘুরস, তোর একটা শাস্তি দরকার। কড়া এনেসথেসিয়া দিয়ে একে একে তার বত্রিশটি দাত তুলে ফেলেন! (অনেকটা এক চড়ে বত্রিশ দাত ফেলে দেবার মত!)
সুত্র: Click This Link
ওদিকে দাত হারা মারেক ওলজেস্কি-র নতুন বান্ধবীও তাকে ছেড়ে চলে গেছে। বেচারা!
অবশ্য এখন মিস ম্যাকোয়িয়াক কে মামলা লড়তে হবে।
পশ্চিমা বিশ্বের আধুনিকোত্তর যুগের ভালবাসার একটি সুন্দর নমুনা।
আধুনিকোত্তর (পোস্ট-মডার্ণ) যুগে ভালবাসা (১৮+)।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।