প্রথম আলো ব্লগ একটা বড় সময় ছিল অনেকটা সময় কাটানোর জায়গা। দারুণ সব বন্ধুত্ব। তখন বান্দরবানে থাকতাম বেশিরভাগ সময়। নেট ছিল অনেক বেশি ধীর গতির। তা দিয়েও একপ্রকার পড়ে থাকা হতো এ ব্লগে।
সিটিসেল থেকে নেট ব্যবহার করতাম। ধীরগতির পাশাপাশি অদ্ভূত একটা সমস্যা ছিল। বান্দরবানে দুইটা বিদ্যুতের লাইন। দেখা যেত বাজারের লাইনটা ব্যবহার করতো সিটিসেল। আর আমাদের আবাসিক লাইনটা ছিল অন্য লাইনে।
বাজারে আর আমাদের এলাকায় একসাথে লোডশেডিং হতো না। সমস্যা হতো বাজারে লোডশেডিং থাকলে সিটিসেল নেট ও বন্ধ হয়ে যেতো। তখন আমাদের এলাকায় বিদ্যুত থাকলেও নেট থাকতো না। এটা বেশ সমস্যায় ফেলতো। কি যে বিরক্ত লাগতো।
এখন ওসব সমস্যা নেই। অনেক কিছু বদলে গেছে, আপডেট হয়েছে। সুন্দর সময়গুলো হারিয়ে যায়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।