ধাক্কা দিবেন না,পিছনে ইঞ্জিন
কালকে সন্ধায় অফিস থেকে ফেরার পথে গেলাম মামাতো ভাইয়ের বাসায় দরজা খোলার পরে দেখি ৬ বছর বয়সের পাগলা ভাতিজা একখান লাঠি হাতে নিয়া দাড়ায়ে আছে । আমি ঢোকার সাথে সাথে আমার হাতে লাঠিখান ধরায়া দিয়া কয় নাও বিড়াল মারো,আমি কই কেন বিড়াল মারবো কেন ? কয়, আমাদের বাসায় আসলে বিড়াল মারতে হয় এইটাই নিয়ম । আমি কই আয় হায় কস কি বাপ !! আমারে মাফ কইরা দেওন যায় না? আমি বিলাই মারতে গেলে উল্টা বিলাইর মাইর খাওনের চান্স আছে । কয়, না মারতে হবে মারো । কি আর করা লাঠিখান হাতে লইয়া বিলাইরে খুইজা বাইর কইরা একটা ধাওয়া দিলাম । বিলাই পলাইলো আমিও বাচলাম ।
ওগো বাসায় গেলে বিড়াল মারতে হয় এইটা নাকি নিয়ম । এমন নিয়মের কথা শুনছেন কেউ জীবনে ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।