আমাদের কথা খুঁজে নিন

   

গুনীজনের কথা

বিখ্যাত কিছু মনীষির কিছু বানী নিচে দিলাম যা আমার ভাল লাগে। > যে যাই বলুক, তুমি তোমার নিজের পথে চল - দান্তে > কর্মদক্ষতাই মানুষের সবচেয়ে বড় বন্ধু - দাওয়ানী > সব সমস্যার প্রতিকার হচ্ছে ধৈর্য্য চেষ্টা - প্লুটাস > টাকা পয়সাহীন মানুষ তীরহীণ ধনুকের মত - টমাস ফুলার > পরের উপকার করা ভাল কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় - এডওয়ার্ড ইয়ং > যাকে শ্রদ্ধা করা যায় না, তাকে হৃদয় দিয়ে ভালবাসাও যায় না - সুইফ্ট > সুন্দর পোষাক পরিহিত ব্যাক্তি মাত্রই ভদ্রলোক নয় - জন রে > আইন মাকড়শার জালের মত, ক্ষুদ্র কেউ পরলে আটকে যায় বড়োরা ছিড়ে বেড়িয়ে আসে - সলোন > বিলাসিতা করার মধ্যেও সীমাব্ধতা থাকা উচিত - এলবাট হুবাট > ভীরুরা যখন নিরাপদ অবস্থানে থাকে তখনই অন্যকে শাসাতে সাহস পায় - গ্যাটে > প্রয়োজন আইনের তোয়াক্কা করে না - বেন্জ্ঞামিন ফ্রাঙ্কলিন > একজন সৎব্যাক্তি সকল পক্ষ কর্তৃক সম্মানিত হয়ে থাকেন - উইলিয়াম হ্যাজলিটি > অর্থ মানুষকে পিশাচ করে তুলে, আবার অর্থই মানুষকে মহৎও করে তুলে - ক্যাম্বেল > একটি মহৎ হৃদয় যার আছে, তিনি অতুলনীয় ঐশ্বর্যের অধিকারী - নিকোলাস রাড় > জীবন হচ্ছে মৃত্যুর ঘনিষ্ঠ সংগী - এস টি কোলরিজ > দুঃখ, ঘৃণা এবং ভয়কে হাসিমুখে বরণ করতে পারলে সংসারে শান্তি আসে - হাফিজ > বিনাশ্রমে অর্জিত সম্পদ দুঃখজনক পরিণতি ডেকে আনে - মহিউদ্দিন > অল্পতে যারা সন্তুষ্ট তাদের ধ্বংস নেই - মলিয়ের > কোন কাজে যার নিজস্ব পরিকল্পনা নেই, তার সাফল্য অনিশ্চিত - অলিবার গোল্ডস্মিথ। > প্রকৃতি হচ্ছে প্রতিভাবানদের শিক্ষক - জে.জি হল্যান্ড > প্রকৃতি তার গোপন কথা একদিন বলবেই - এমিলি ডিকেন্স > একজন সৎবন্ধু যার নাই তার জীবন দুঃসহ - ডেমোক্রিটাস > সময় তাদের জন্য অনেক্ষন অপেক্ষ করে যারা তার সদ্ব্যবহার করতে জানে- লিওনার্দো দা ভিন্চি > আমাদের জীবন আমাদের ইচ্ছার উপর নয় আমাদের কর্মের উপড় দন্ডায়মান - ণিথা গোরাম > জীবন যতক্ষন আছে, বিপদ ততক্ষন থাকবেই - ইমা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।