আমাদের কথা খুঁজে নিন

   

যে জাতি গুনীজনের সন্মান দিতে জানেনা সে দেশে গুণীজন জন্মায় না।



কথাটি আমার না। এটি একটি স্বাশ্বত সত্যিকথা। কিছুদিন আগে একটি আলোচনা সভায় কবি ইকবাল সর্ম্পকে বিরূপ মন্তব্য শুনলাম। কোন একটি ধর্মীয় রাজনৈতিক দল নাকি এদেশে কবি ইকবালের সাহিত্য চর্চার মাধ্যমে ধর্মীয় সাম্প্রদায়িক বীজ বপন করছে। বক্তৃতায় কবি ইকবাল সর্ম্পকেও বিরূপ মন্তব্য করা হয়।

আমি ঐ রাজনৈতিক দলের সমর্থক নই। তবে কবি ইকবাল সর্ম্পকে আমি যতটুকু জানি, তার কবিতায় মানবতার কথা আছে,ইসলামিক মূল্যবোধের কথা আছে, তবে তা সংকীর্ন মৌলবাদী দৃষ্টিভঙ্গি থেকে নয়। তার কবিতার মাধ্যমে তিনি উদার ইসলামী চেতনার কথাই তো বলেছেন। তবে তাকে নিয়ে কেন এত বিতর্ক? কেন তার সাহিত্য বাংলাদেশে প্রায় নির্বাসিত? কেন তরূণ প্রজন্ম থেকে আড়াল করে রাখা হয়েছে তাকে বা তার সাহিত্যকে? এর সাথে হয়ত কারো বা কোন গোষ্ঠীর স্বার্থ জড়িত কিন্তু আমরা কেন তার সাথে জড়াব? তাই সকলকে বলব ইকবালের সাহিত্য সম্পর্কে জানুন। ইকবাল, শেখ সাদী, ওমর খৈয়ম, সেক্সপিয়ার বা মিল্টন কোন দেশের বা কোন জাতির সম্পত্তি নয়।

সাবধান থাকুন ঐ সমস্ত তথাকথিত প্রগতিশীল শিক্ষিত বুদ্ধিজীবির থেকে যারা সচেতন ভাবেই ইকবালের সাহিত্য ও দর্শন থেকে বিরত রেখেছে আমাদেরকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.