আমাদের কথা খুঁজে নিন

   

কৌশিকী চক্রবর্তী ( দেশিকান) - উচ্চাঙ্গ সঙ্গীতের নতু্ন প্রজন্ম ( সঙ্গে ২৯ টি উচ্চাঙ্গ সঙ্গীতের ডাউনলোড লিঙ্ক )

সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু আনলে পুড়িয়া গেল/ অমিয় সাগরে সিনান করিতে সকলি গরল ভেল। কৌশিকী চক্রবর্তী আমার প্রিয় শিল্পীদের মধ্যে অন্যতম। তবে এখন তিনি কৌশিকী চক্রবর্তী নন কৌশিকী দেশিকান। ওর গলাতে এমন নিখুত সুর কে ঢেলে দিয়েছে কে জানে। অবশ্য ‘ঢেলে দিয়েছে কেউ’ এমনটাই বা বলি কি করে।

আমি কৌশিকীর একটা লাইভ প্রোগ্রামের কথোপকথন শুনছিলাম তাতে শুনলাম দিনে প্রায় বারো তেরো ঘন্টা কৌশিকী রেওয়াজ করতেন বা করেন। চিন্তাই করতে পারিনা! কোন কাজটা এত সময় নিয়ে এত ভালো করেছি কখনো! পরীক্ষায় ভালো রেজাল্ট হলে আমরা বলি-"আমি ভালো রেজাল্ট করেছি। " আর যখন কোনো ভুল করি তখন বলি-"ভুল হয়ে গেছে। " ভালো জিনিসটাতে সব সময়েই আমরা নিজেই কৃতিত্ব নিতে চাই। কিন্তু ভুল করলে যেন অন্য কেউ করেছে।

কথা গুলো মনে হল এই কারণে আমরা নিজেরা খাটি না, পরিশ্রম করি না কিন্তু সুনাম পেতে চাই। তাই কি কখনো হয় ! কৌশিকীর সাথে আমার পরিচয় বেশি দিনের নয়( সামনা সামনি ভেবে বসবেন না যেন, টিভিতে দেখা পরিচয়) অজয় চক্রবর্তী কোনো একটা চ্যানেলে গানের একটা তালিম দিচ্ছিলেন। সেখানে কৌশিকীর গলায় শুনেছিলাম-“ও তোতা পাখিরে ”। গানটা শুনে চোখে রঙ লাগল, মনে রঙ ধরলো। সেই থেকে কৌশিকীর সঙ্গে আমার পথা চলা শুরু।

অনেক শিল্পীদেরই জানি যাদের বাবা-মায়েরা নামী শিল্পী হবার কারণে সুপ্রতিষ্ঠা পাননি। শিল্পীদের প্রতিযোগিতা করতে হয় অন্য শিল্পীদের সঙ্গে কিন্তু এদেরকে কম্পিটিশিনটা করতে হয় নিজের বাবা-মায়ের সঙ্গেই। সৈকত মিত্র বেশ ভালোই গান গান। কিন্তু প্রতিনিয়ত আমরা তাকে তাঁর বাবা শ্যামল মিত্রের সঙ্গে তুলনা করি। অমিত কুমারতো বেশ বেশ ভালোই গান করেন ।

কিন্তু ঐ যে তাঁর বাবা কিশোর কুমার। সকলের অলক্ষে তিনি নিজের ছেলের সাথে প্রতিযোগিতায় নেমে যান। কিন্তু যখন কৌশিকীর গান শুনি তখন এই তুলনাটাই মনে আসে না। অজয় চক্রবর্তী কিম্বা কৌশিকী চক্রবর্তী (দেশিকান) দুজনের স্বনাম ধন্য। দুজনেই দুজনকে অতিক্রম করে যান।

বরং অন্য একটা প্রসঙ্গ মনে পড়ছে। শচীনদেব বর্মন ও রাহুলদেব বর্মন। পিতা-পুত্র। পিতার নামেই সচরাচর মানুষ পুত্রকে চেনে। শচীনদেব তখন নাকি বিকেলের দিকে হাওয়া খেতে বের হয়ে ছিলেন জুহু বিচে ।

হঠাৎ শুনতে পেলেন কয়েকজন তাকে দেখিয়ে বলাবলি করছে –“ঐ দেখ উনি রাহুলদেব বর্মনের বাবা। ”-সন্তানের কাছে এই হারা কিন্তু অনেক বড় একটা জয়। কৌশিকীর সম্পর্কেও আমার এই কথাটাই মনে হয়। (এটা পড়ে দেখতে পারেন - আমার প্রিয় শিল্পী শচীন দেব বর্মন - শের শায়রী ) খুব ছোটোবেলায় আমার রবীন্দ্রসঙ্গীত খুব একটা ভালো লাগত না। কিন্তু প্রথম ভালো লাগলো যখন আমি ক্লাস এইটে পড়ি।

চিনম্য় চট্টোপাধ্যায়ের গলাতে “আমি জেনেশুনে বিষ করেছি পান। ”-তারপর আর রবীন্দ্রনাথকে ছেড়ে থাকতে পারিনি। উচ্চাঙ্গ সঙ্গীতও আমার কাছে খুব উপাদেয় ছিল না। কৌশিকীর গান নেটে খুঁজতে গিয়ে আমি কৌশিকীর উচ্চাঙ্গ সঙ্গীত খুঁজে পাই। তারপর থেকে সেই নেশা আমায় পেয়ে বসেছে।

আমার প্রিয় মানুষটাকে কৌশিকীর গান উপহার দেবার জন্যে আমি নেট থেকে কৌশিকীর অনেকগুলো লাইভ পারফর্ম নামিয়েছিলাম। কিন্তু আপনাদের সঙ্গে সেটা শেয়ার না করে থাকতে পারলাম না। যদিও নেট থেকে হামেশাই সেগুলো নামাতে পারবেন। তবু আমি এক জায়গায় করেছি বলে আপনাদের সাথে শেয়ার করলাম। গানগুলো 4shared ও Mediafire এ আপলোড করা আছে।

যখন যেটাতে আপলোড করতে সুবিধা হয়েছিল আর কি। Mediafire আপনারা সরাসরি নামাতে পারবেন। কিন্তু 4hared এ আপনাদের একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। খুবই অল্প সময়ের ব্যাপার। পার্ট-১ ১।

O Tota Pakhi Re by Kaushiki Chakrabarti ২। Babul- Vasant Utsav 2013 ৩। Ballygunge Cultural 2 ৪। bhajan in raag Bhairavi (complete, in 1 video) ৫। Bilaskhani Todi (1) ৬।

Dhrupaad on Kapil Jain request by Kaushiki Chakrabarty Ji পার্ট-২ ৭। Duniyar hate ese kena bechay- Bangla song in Bhairavi ৮Hamsadhwani (Lagi Lagan) ৯। Kahe Maan Karo - Kaushiki Desikan ১০। Kaushiki Chakrabarty in Mode Madhuvanti ১১। Kaushiki Chakraborty at Maniknagar - Raag Rageshri ১২।

Khamaj Thumri পার্ট-৩ ১৩। Koushiki Chakrabarty sings at Jnana Pravaha on March 13, 2011 L১৪agi Lagi - Shantanu moitra feat Kaushiki Chakarvarty _ Swanand Kirkire, ১৫। Meera Bhajan - Pia Bin......... ১৬Mishra Charukeshi Thumri ১৭। Multani ১৮। Raag Bagesree by Kaushiki Desikan পার্ট-৪ ১৯।

Raag Bhairavi ২০। Raag Nat Bhairav {Tarana} by Kaushiki Chakravarty ২১। Raga Puriya Kalyan - Kaushiki Chakraborty - Vocal, Shahbaz Hussain – Tabla ২২। Rangi Saari - Kaushiki Desikan ২৩। Saiya Mora re- raga Charukashi পার্ট-৫ ২৪Smt Kaushiki Desikan - Carnatic style – relaunched ২৫।

undar te dhyan-kaushiki chakraborty-desikan ২৬। Thumri -- Yaad Piya Ki Aaye -- Kaushiki Chakrabarty -- ২৭। Thumri in Maand' ২৮। Thumri ২৯। Tilang Thumri চলুন এবার তাহলে ডাউনলোডের পালা পার্ট-১ {43 mb} (4shared ) পার্ট-২ {65 mb}(4shared ) পার্ট-৩ {68 mb} (Mediafire) পার্ট-৪ {48 mb} (Mediafire) পার্ট-৫ {58 mb}(Mediafire) বিঃ দ্রঃ-কৌশিকী সম্পর্কে আরো কিছু জানতে শ্রদ্ধেয় ইমন জুবায়ের এই লেখাটা পড়তে পারেন সংগীতের কৌশিকী চক্রবর্তী - ইমন জুবায়ের এর বাংলা ব্লগ ।

সক্কলে ভালো থাকুন।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।