ক্লিন'স অল্টারনেটিভ ওয়ার্ল্ড ‘লেইছ ফিতা লেইছ’ বলে দিনভর লাল নীল স্বপ্ন ফেরি করে যে পিতা এক মুঠো শুভ্র ভাত মুখে তুলে দেয় আত্মজার মুখে। তার আনন্দের মতো- ‘পাটাধার’ বলে ভাঙা গলায় চিৎকার করে পাচটি দশটি টাকা এক করে দিনশেষে জীবনসঙ্গীনির জন্য এক টুকরো ভালোবাসা কিনে ভারী পায়ে ঘরে ফিরে যে স্বামী। তার হালকা হৃদয়ের মতো- ‘স্যার কালি করেন’ বলে জীবনের সকল দুঃখ খেদ ভুলে মসিলিপ্ত জুতায় চকচকে মুখ দেখিয়ে দশ-বিশটি টাকা জড়ো করে করে শুভ্র হৃদয় ভালোবাসার যে যুবক মায়ের জন্য কিনে আনলো একটি সফেদ শাড়ি। তার হৃদয়ের স্বচ্ছতার মতো- -আমাদের এ পৃথিবী। ক্লিন ২৯/০৪/২০১২ সকাল ৮.০৭
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।