বিশ্বকাপের ব্যর্থতার শাস্তি হিসেবে গোটা উত্তর কোরিয়া দলকেই প্রকাশ্যে অপমান করা হয়েছে। একটি নির্মাণস্থলে দৈহিক শ্রমের দণ্ড দেয়া হয়েছে কোরীয় কোচ কিম জং হুন-কে। রাতারাতি বদলে ফেলা হয়েছে ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টকেও। উত্তর কোরিয়ার বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট চুং মং জুনের এমন গুরুতর সব অভিযোগের তদন্ত শুরু করে দিল ফিফা। এ ব্যাপারে উত্তর কোরিয়ার ফুটবল কর্তাদের কড়া চিঠি দিয়ে জবাবদিহি চেয়েছেন ফিফা প্রেসিডেন্ট শেপ ব্লাটার। এ দিন তিনি বলেন, আমরা উত্তর কোরিয়ার ফেডারেশনের কাছে জানতে চেয়েছি ওরা আচমকা নতুন প্রেসিডেন্ট নির্বাচন করলো কেন। জাতীয় দলের কোচ আর খেলোয়ারদের অপমানের অভিযোগ নিয়েও ওদের কাছে জবাবদিহি চাওয়া হয়েছে। গোটা ঘটনায় ফিফা যতটা উদ্বিগ্ন ততটাই বিরক্ত। তবে দেশটা উত্তর কোরিয়া বলেই এক্ষেত্রে সত্য উদঘাটন করা খুবই কঠিন হবে, তা মেনে নিয়েছেন শেপ ব্লাটার।
View this link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।