আমাদের কথা খুঁজে নিন

   

সৌন্দর্য

আপেক্ষিপভাবে যে যতই বলুক না কেনো,পৃথিবীতে সৌন্দর্য কিছুই না,কিন্তু প্রকৃতভাবে এটা মানুষের জীবনে একটা গুরত্বপূর্ণ ভূমিকা রাখে। জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবাই সৌন্দর্যের পেছনেই ছুটে। স্থান্,কাল্,মানুষ সবার ক্ষেত্রেই এটা একটা প্রবাহক হিসেবে কাজ করে। (1)প্রথমে কিছু বিখ্যাত স্থানের কথাই ধরা যাক্। ধরে নিলাম চীনের প্রাচীর্,শাহজাহানের তাজমহল্,কক্স্-বাজার সমুদ্র সইকত্।

অপূর্ব সাজে- সজ্জিত এই জায়্গাগুলো। আর একমাত্র এই সৌন্দের্যের জন্যই মানুষ দূর্-দূরান্তর থেকে ছুটে আসে। একবার ভেবে দেখেন জায়্গা গুলো যদি সুন্দর না হত কেউ কি এত টাকা-পয়সা আর সময় নষ্ট করে আসত এসব জায়্গা পরিদর্শন করতে। তাহলে সৌন্দর্য কিছু হল না কিভাবে। আমি বলে দেব পৃথিবীর মানুষের কাছে সৌন্দর্যই সবকিছু,,,,,,,,!!!!!!!!!!!! (2)এবার আসা যাক্,মানুষের ক্ষেত্রে।

আপাতভাবে সবাই মুখে বলে সৌন্দর্য কিছু না। আজকে যদি এন্জেলিনা,শাকিরা,কাটরীনা,পপ্রিয়ান্কা,মীম এদের মত মডেলরা সুন্দর না হত তারা কি আজকে এই পজিশনে আসতে পারত। আগে সবাই তাদের মাঝে শারিরীক সৌন্দর্য খুজবে তারপর খুজবে তার মেরিট্,তার প্রতিভা। এখন বলছি কিছু ব্যাতিক্রম মানুষের কথা। গায়ক একন্,বাংলাদেশের টিভি অভিনেতা হাসান মাসুদ উনারা বেশ পরিচিত আমাদের কাছে।

যদিও দেখতে উনারা মোটেও ভালো না তবুও উনাদের মেধা আর কর্ম দক্ষতা দিয়ে এত দূরে আসতে পেরেছেন্। কিন্তু উনাদের ক্ষেত্রেও সবাই একটা বাস্তব কথা বলেই যাবেন যেটা হল দেখ দেখতে সুন্দর না হওয়া সত্বেও আজ কত উপরে উঠে গিয়েছেন্। তাহলে এখানেও কিন্তু একটা অভাব থেকেই গেল এই হাসান মাসুদ আর বিখ্যাত গায়ক একনের জন্য (3)এখানে গেল বিখ্যাতদের কথা এবার আসা যাক সাধারণ মানুষে ক্ষেত্রে। রাস্তা দিয়ে যখন হেটে যাই রাস্তায় একটা পিচ্চি কিউট বাচ্চা দেখলে মনের অজান্তেই মুখ থেকে বেরিয়ে যায়্,,,,,,,,,,ওয়াও,,,,,,,কি কিউট বাচ্চা,,,!!!একবার্-ও কি কেউ একটা অসুন্দর বাচ্চাকে দেখে এমন করে বলেছেন অথবা রাস্তায় একটা অসুন্দর বাচ্চার দিকে ভাল করে তাকিয়েছেন্,,???তাহলে সৌন্দর্যের মূল্য থাকল না কোথায়্। ।

। ??আসা যাক আমাদের বাস্তব জীবনে। দুইজন খুব ভাল স্টুডেন্ট অথচ একজন দেখতে খুব্-ই সুন্দর আরেকজন একটু কালো। সবাই কি সুন্দর ছেলেটাকে উদ্যেশ্য করে বলবে না ছেলেটা যেমন সুন্দর তেমন মেধাবী। কিন্তু একবার্-ও কি কেউ পুলকিত মনে বলবে ছেলেটা যেমন দেখতে খারাপ তেমনি স্টুডেন্ট ভাল,,,না বলবে না, বরং উপহাস করে বলবে ভাল স্টুডেন্ট হলে কি হবে ছেলেটা দেখতে আল না।

ঠিক এমনটাই কি ঘটেনা আমাদের চারপাশে,,,???? (4)রাস্তা দিয়ে চলার সময় আমরা কত মানুষের দেখা পাই। এরকম আপনার দেখা হল একটা সুন্দর কিউট বাচ্চা আপনার কাছে কয়েকটা টাকা চাইল আপনি কি করবেন্,,??নিজের মনের অজান্তেই পকেট থেকে কি কিছু টাকা বের করে দিবেননা। অবশ্যই দিবেন্। কিন্তু একটা ছোট্ট কালো,আনকিউট বাচ্চা এসে বললে আপনি যদিঅ কি করবেন জানিনা তবে পকেট থেকে টাকা বের করতে একবার হলেও কিছুটা ধিধা করবেন্। বাস্তবার সাথে মিলিয়ে দেখবেন আমার বলা কথাগুলো কত সত্য,,,????? উপরের কথাগুলো আমি যতটুকু পেরেছি বাস্তবতার সাথে মিলিয়ে লেখার চেষ্টা করেছি।

হয়্ত অনেকেই দ্বি-মত পোষন করবেন্। করতেই পারেন কারণ আমি নিজেও জানি সৌন্দর্য মানুষের জীবনে আপেক্ষিকভাবে কাজ করলেও সৌন্দর্যই সবকিছু না। কিন্তু তারপরেও বাস্তবতার আর মুখের কথার মাঝে কিছুটা পার্থক্য বুঝানোর জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা,,,,,,,,!!!!!!!!!!! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।