আমাদের কথা খুঁজে নিন

   

সৌন্দর্য



তোমার আয়নামত চোখ,
তোমার বনভুমির স্তরে স্তরে মৌচাক, ফলের বাগান
তোমার পরনে কি শারি ছিল মনে নেই তবে,
সুগন্ধি সাবানের মোড়কের মত হলুদ ব্লাউজ
আমি তো জানতাম এটাই সুন্দর
এর নামই সৌন্দর্য

কিন্তু নদীর বুকে মাঝি, ফসলের বুকে কৃষক
আকাশের বুকে টিয়া, মায়ের কোলে শিশু আমাকে বোঝাল;
সৌন্দর্য একক নয়, একটি প্রাচীন ঐক্যতত্ত,
মাঝি নদীর ঐক্য
আকাশ পাখির ঐক্য
মা শিশুর ঐক্য
শিমুল শালিকের ঐক্য

তোমার ভাঁজে ভাঁজে টিয়াপাখির বাসা, আয়নামত চোখ
তোমার বনভুমির স্তরে স্তরে মৌচাক, ফলের বাগান
তাও সৌন্দর্য নয়; কৃষক বিহীন ফসল, পাখিবিহীন আকাশ
সৌন্দর্য; তোমার আমার ঐক্য

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।