আমাদের কথা খুঁজে নিন

   

তোরেসের দারুন এক গোলে বার্সাকে হারিয়ে ফাইনালে চেলসি

প্রথম ইউনিকোড ভিত্তিক অনলাইন বাংলা স্পোর্টস পত্রিকা বিস্তারিত ম্যাচ রিপোর্ট পড়ুন আরো পড়ুন >> বার্সেলোনা কি শুধুই মেসিনির্ভর দল হয়ে উঠছে? টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ হকি জাতীয় লীগে বহু আগে থেকেই রাজশাহী বিভাগের আধিপত্য। সেই ধারাবাহিকতা রক্ষা করে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিলেটকে ১১৯ রানের বিশাল ব্যাবধানে হারিয়ে খুলনার সাথে ফাইনালে উঠে গেছে রাজশাহী। অন্যদিকে ফতুল্লায় খুলনা ড্র করেছে ঢাকা মহানগরের সাথে। বোনাস পয়েন্ট থাকার কারনে খুলনা আগে থেকে ফাইনাল নিশ্চিত করেছিল। ফাইনালে উঠতে হলে সিলেটের প্রয়োজন ছিল জয় অন্যদিকে রাজশাহীর ড্র হলেও চলত।

কিন্তু শেষ দিনের শেষ অর্ধেক সময়ে রাজশাহীর ছুঁড়ে দেয়া ৩৩০ রান তাড়া করে জেতাটা একেবারেই কাল্পনিক। উল্টা জিততে গিয়ে ১১৯ রানেই হেরে বসল সিলেট। তারা মাত্র ৪৯.১ ওভারেই ২১০ রানে অলআউট হয়ে যায়। ডান হাতি অফ স্পিনার ফরহাদ হোসেনের বোলিং ছোবলে মূলত ম্যাচ হারে সিলেট। ফরহাদ মাত্র ৯ ওভার বল করে ৩৩ রান দিয়ে ৫ উইকেট নেন।

পেসার মুক্তার আলী নেন ২ উইকেট। সিলেটের ওপেনার রাহুল দেওয়ান ৬৬ রান করলেও প্রয়োজনের তুলনায় বেশী বল খেলে ফেলেছেন। শেষ দিকে অবশ্য আবুল হোসেন ৪৬ বলে ৬১ রানের ইনিংস খেললেও ততক্ষনে জয় থেকে দূরে সরে গিয়েছিল সিলেট। রাজশাহীর জয়ে তাদের প্রথম ইনিংসে ১১০ রানের লিড ভুমিকা পালন করেছে। কারন তারা দ্বিতীয় ইনিংসে মাত্র ২১৯ রানে অলআউট হয়ে যায়।

অন্যদিকে ফতুল্লায় খুলনা এবং ঢাকা মহানগরীর ম্যাচটি ছিল ব্যাটসম্যানদের রান উৎসবের ম্যাচ। পুরো ম্যাচে দুদলের পাঁচজন ব্যাটসম্যান শতক করেছেন। খুলনার আনামুল, তাপস, ইমরুল ও ঢাকা মহানগরের তাসামুল এবং শমসের শতক করেন। আগের দিনের ১০০ রানে খুলনার অপরাজিত ব্যাটসম্যান ইমরুল কায়েস ১১৭ রান করেই সাজঘরে ফেরেন। ইলিয়াস সানীর তোপে এরপর অবশ্য আর বেশী এগুতে পারেনি খুলনা।

সানী ৫ উইকেট নেন। ৩০১ রানে অলআউট হয়ে গেলেও ঢাকা মহানগরীর সামনে তারা ছুঁড়ে দেয় ৬৩২ রানের অনতিক্রম্য লক্ষ। যার একমাত্র ফলাফল ছিল ড্র। সেটাই হয়েছে। ওপেনিংয়ে নেমে রান পাওয়া মোহাম্মদ আশরাফুল ফিরে যান আব্দুর রাজ্জাকের বলে ইমরুলের ক্যাচ হয়ে।

এরপর শমসের রহমানের ৯৬ বলে অপরাজিত ১০১ রানের ইনিংস প্রাণহীন ম্যাচে কিছুটা প্রাণ সঞ্চার করে। ৪ উইকেট হারিয়ে তারা ২৭৫ রান করে। ড্র ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন প্রথম ইনিংসে ১৯৩ রান করা আনামুল হক। জাতীয় লীগের ফাইনালে খুলনা-রাজশাহী আরো পড়ুন >> বৃষ্টির কারনে প্রথম পয়েন্ট পেল ডেকান শেবাগ ঝড়ে উড়ে গেল পুনে ওয়ারিয়র্স বাংলাদেশের টেনিস দলের ডেভিস কাপে অংশগ্রহন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।