সবুজের সাথী কৌতুকটা ছিল এরকমঃ
বেশ জোরেসোরেই বলল রাবিনোভিচ,
-শালার অভিশপ্ত জীবন!
কেজিবির লোক এসে ধরল তাকে,
-আমার সাথে যেতে হবে আপনাকে।
-আমি তো খারাপ কিছু বলিনি। বলছিলাম পশ্চিমা পুঁজিবাদী দেশগুলোর কথা।
-চাপাবাজী রাখুন। অভিশপ্ত জীবন কোথায়,তা ভাল করেই জানি আমরা।
চলুন আমার সাথে।
এখন এই কৌতুকের বাংলাদেশ সংস্করণঃ
হাফিজের ফেবু স্ট্যাটাসঃ
‘হায়েনা, ওই হায়েনা তুই দেশকে খেয়েছিস, এখন বুয়েটকে খাবি... পারবি না। .........
শাহবাগ থানা পুলিশঃ মিঃ হাফিজ, আপনাকে আমাদের সাথে যেতে হবে।
- কেন, আমি আবার কি করলাম?
/-আপনি ফেসবুকে প্রধান্মন্ত্রীকে হায়েনা বলেছেন।
- না না আমি তো খারাপ কিছু বলিনি।
আমি তো বিরোধী নেত্রীর কথা বলেছিলাম।
/- চাপাবাজী রাখুন। দেশটাকে কে খাচ্ছে, তা ভাল করেই জানি আমরা। চলুন আমাদের সাথে।
কৌতুকের উৎপত্তিঃ
শাহবাগ থানা সূত্র জানায়, হাফিজুর রহমান কিছুদিন আগে ফেসবুকে একটি বার্তা লেখেন।
ওই বার্তার কোথাও প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করা হয়নি। বার্তার একটি স্থানে তিনি ‘হায়েনা’ শব্দটি উল্লেখ করেন। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জননেত্রী পরিষদ নামের একটি সংগঠনের সভাপতি এ বি সিদ্দিকী এ সাধারণ ডায়েরি করেন। জানতে চাইলে এ বি সিদ্দিকী বলেন, ‘ওই লেখা পড়ে আমার মনে হয়েছে তা প্রধানমন্ত্রীকে উদ্দেশ করেই লেখা হয়েছে। ’ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।