নৌকা আর ধানের শীষে ভোট দিয়ে সোনার বাংলার খোয়াব দেখা আর মান্দার গাছ লাগিয়ে জলপাইর আশা করা একই! বিস্ময়ের ব্যাপার হল দিনের পর দিন আমরা তাই করছি!! ২০০৮ সালের ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী মহাজোটের মহাজয় হয়েছে। একথা সত্য। তবে এ কথা সত্য নয় যে, তারপরে আওয়ামীলীগই সরকার গঠন করেছে! যেমনটি হয়েছিল ২০০১ সালে বিএনপি জোটের বেলায়। জিতেছিল ধানের শীষ, কিন্তু তারপর ৫ বছর দেশ চালিয়েছে অন্য কেউ। তারেক, হারিস, ফালু, ডিউক, গিয়াস.......এরা কে? এরা বিএনপির কোন স্তরের নেতা ছিলেন? এখনই বা তারা কোথায়? কোথায় মোর্শেদ খান- যিনি প্রায় সেরদরে দেশ কিনে ফেলেন?
অবস্থা তার চেয়েও খারাপ আওয়ামীলীগের।
৬০+ বছরের পুরনো এ দলটির সাথে মিশে আছে বাংলাদেশ- কারো ভাল লাগুক বা না লাগুক। ভারতের দালাল, চর, সন্ত্রাসীভরা, লুটেরা কিসিমের লোকে ভর্তি ইত্যাদি গালমন্দ বা মোটাদাগে গ্রেনেড ছুড়ে এ দলটিকে বিলুপ্ত করা যাবেনা। কেননা আওয়ামীলীগের শিকড় অনেক গভীরে, এবং অনেক বিস্তৃত। সম্পাদক, সাংবাদিক, নাট্যকার, কার্টুনিস্ট, উকিল, সচিব, বিচারক, সাহিত্যিক, অভিনেতা, অধ্যাপক, বণিক, প্রকৌশলী, চিকিৎসক, কূটনীতিক, মাওলানা, পাদ্রী, এনজিওমালিক, ব্যাংকার, স্থপতি, হিসাববিদ- হেন কোন পেশা বা শ্রেনী নেই যেখানে শত শত মনেপ্রাণে আওয়ামীলীগ বা মুজিবপ্রেমিক নেই। সাদা কলারের এসব পেশার বাইরে আছে লক্ষ লক্ষ কলকারখানা বা পরিবহন শ্রমিক, কৃষক, ছাত্র ও আমজনতা।
সুতরাং সরকার বলি আর স্থানীয় কমিটিসমূহ বলি ভোটে জেতার পর আওয়ামীলীগার দিয়ে দেশ পরিচালনা করার জন্য 'শেখ হাসিনার' লোকের আকাল হওয়ার কথা না! কিন্তু আকাল হয়েছে!!
নানান ধরনের আবাল লোকদেরকে এম পি বানানোর গল্প বাদ। ফর্মালী হাসিনা একটি মন্ত্রীসভা গঠন করেছে। ওয়েস্ট মিনিস্টার সিস্টেমে এটাই সরকার। তবে মজার ব্যাপার হল বেশ ক'জন মন্ত্রী পুরোদস্তুর ছাগলের ৩য় বাচ্চার রোলে আছেন। কাজকারবার যা করার কতিপয় উপদেস্টাই......।
মজার কিছু ভিডিও দেখা যায় কোন কোন মিটিংয়ের- যেখানে মন্ত্রী ও উপদেস্টা উভয়েই পাছা বাঁকা করে সভাপতি সদৃশ আসনে বসে আছেন। পররাস্ট্র, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুত, অর্থ এর প্রকৃস্ট উদাহরন। আর স্বাধীন বাংলাদেশে কোনো সরকারেরই যেহেতু আলাদা প্রতিরক্ষা মন্ত্রী দেবার 'সাহস' হয়নি হাসিনার হবে কেন? সুতরাং তারিক সিদ্দীকীর সাথে সেরকম কারো 'পাছা ভাগাভাগি' হচ্ছেনা বলা যায়।
ঘোষিত এসব উপদেস্টার বাইরে রেহানা, তাপস, শেখ সেলিম ও অন্যান্য শেখ গণ, ফারুক খান, তার ভাই আজিজ খান, ওবায়েদুল (ওরিয়ন) প্রমুখরাই যাবতীয় 'দেশ পরিচালনা' করছেন বলে চাউর আছে।
দলের খোদ সেক্রেটারীকে কবে কে কোথায় দলীয় কাজে দেখেছে তা নাকি বিরল।
মোদ্দাকথা দেশ ও দল পরিচালনার ভার আর 'আওয়ামীলীগের' হাতে নেই।
আর তাই যা ঘটার তাই ঘটছে!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।