আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টির কবিতা (ছবিতা)

ভাবুক আমি আমার ভাবার নেই কো কভু শেষ, বিশ্বজোড়া পাঠশালা মোর, তবে সবার আগে দেশ বৃষ্টি , আরও কিছুক্ষন কি রবে আমার পাশে দেখবো তোমায় অপলক চোখে এক নিঃশ্বাসে, কত অন্তহীন অপেক্ষার প্রহর গুনেছি তুমি আসবে বলে চলেই যদি যাবে তুমি তবে কেন এলে ?? রুদ্র খরতাপে তুমি একটু খানি শীতল ছায়া, তুমি জানো না তোমার আবেশে একি অপরূপ মায়া... বৃষ্টি ছুঁয়ে দাও আমায় তোমার শীতল পরশে জড়িয়ে নাও আমায় তোমার মায়াবী আবেশে... এখনও আছি আমি তোমার অপক্ষায়... আসবে তুমি ছুঁবে আমায়, লুকাবে আমায় তোমারি ছায়ায়...।। ছবি গুলো সংগৃহীত  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।