আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টির গান

কে্উ তো এক বারও বলেনি,কেউতো একবারও ভাবেনি

বাহিরে বৃষ্টি হচেছ ... খুব জোরে মানে ঝুম বৃষ্টি। একদম মনের মতো ভদ্র বৃষ্টি। সাথে ঝিরি ঝিরি বাতাস। রাস্তার ওপাশে মুদি দোকানে গান বাজছে " সাইয়া দিল মে আনা রে " । মন মাতানো আবহাওয়া। কত কত হারানো দিনকে সামনে এনে দাড় করায়,কত ভালবাসা কে মনে করে দেয়। ভাবলাম মনের কোনায় উকি দেয়া কথা গুলি লিখেরাখি.... উপায় নেই, এক বার মনে হয় আমার যদি কেউ থাকতো ,তাহলে এই ঝুম বৃষ্টিতে ঝানালার পাশে বসে তাকে নিয়ে বৃষ্টির দেখতাম,সে বৃষ্টিতে তার দুটি হাত ভিজাতো,আর আমার কে নিয়ে বৃষ্টি দেখবে .বৃষ্টির পানি আমাকে ছিটিয়ে দিবে আমি বলব আর না ওগো ময়না বৃষ্টি আমার খুব ভাললাগে,বিশেষ করে পড়ার আওয়াজ বেশি ভালো লাগে,যখন শেষ হয় কমন যেন খালি খালি মনে হয়,কিনতু কিআর করা আমার জন্য সারাদিন হবে না।মাঝে মাঝে মনে হয় ভিজি ,ভিজতে আমার খুব ভালো লাগে,কিনতু কেউ যদি বলতো আমার সাথে আপনি ভিজবেন নাকি?আমি কি বলবো না করব নাকি ,না আমি না করব, আমি বলবো আমি তো এক পায়ের উপর খাড়া,মাঝে মাঝে দেখি অনেকে ভিজে আমার খুব হিংসা লাগে মনে হয় সালা কে দুটা...মেরে আসি ,কিনতু সাহস হয় না,আর বলতাম আমি ভিজতে পারি না তুই ভিজিস ক্যান?হা হা হা...।বৃষ্টির ছাট বাইরে থেকে ভিতরে আসছে ,জানালাটা খোলা ,তবুও বসে থাকতে ভালো লাগছে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।