আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টির গান -৩

প্রেম বড় অদ্ভূত স্ববিরোধ শুয়ে থাকে আনাচে কানাচে

এই সময়ের আধুনিক বাংলা গানে দুই বাংলাতেই জনপ্রিয় হয়ে ওঠা শিল্পী শ্রীকান্ত আচার্য। তো শ্রীকান্তর গান কেউ পছন্দ করছে অথচ তার গাওয়া বৃষ্টির এই গানটি সে পছন্দ করেনা এমন কাউকে আমি অন্তত এখনো দেখেনি, গানটির কথা- আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম....... মহীনের ঘোড়াগুলিও এইভাবে প্রিয় মানুষকে উপহার দিতে গিয়ে বৃষ্টিকে এনেছে এইভাবে- শহরের উষ্ণতম দিনে পীচে গলা রোদ্দুরে বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম আজ আর কিইবা দিতে পারি পুরোনো মিছিলে পুরোনো ট্রামেদের সারি মনে পড়ছে ছেলেবেলায় আমরা অনেকে বৃষ্টিকেই কিছু দেবো বলে আহবান করতাম এই বলে আয় বৃষ্টি ঝেঁপে ধান দেবো মেপে যদিও বৃষ্টিকে সেই লোভে কখনোই ধরা দিতে দেখিনি। জানি দেখবোওনা। কারন এখনো সুখের কথা এইযে মানুষের মত প্রকৃতি কখনো লোভী হতে শেখেনি, আর শেখেনি বলেই আমাদের জন্য পৃথিবী আজো বাস যোগ্য গ্রহ হয়ে আছে। *** নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গান নিশ্চয় অনেকেই শুনে থাকবেন এবং আমি এও জানি তার নামটি আসতেই অনেকেই গুনগুন করে গাওয়া শুরু করেছেন- আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায় অশ্রু ভেজা দু'টি চোখ তুমি ব্যথার কাজল মেখে লুকিয়ে ছিলে ওই মুখ ভাবতে কষ্ট লাগে আমাদের দেশে এমন একজন বড় মাপের শিল্পীর ঠিকঠাক মূল্যায়নই হলোনা।

অথচ ওপার বাংলায় পন্ডিত অজয় চক্রবর্তীর সম্মান দিতে কেউই কার্পণ্য করেনা। ক্ল্যাসিক্যাল বাংলা গানে তিনি সকলের নমস্য। আমরা এতোই অভাগা যে কাকে ধরে রাখতে হয় আর কার দিক থেকে মুখ ফেরাতে হয় সেটাই আমাদের শেখা হয়ে ওঠেনি। যাহোক অজয়ের কথা যখন এলোই তখন আমার ভীষণ ভীষণ প্রিয় অজয়ের একটি বর্ষার গানের কথা উল্ল্যেখ না করলেই নয়- ও বরষারে.... সবায় তোকে বরন করে শুধু আষাঢ়ে আমি জানি আমার চোখে তোর বাস বারোমাস...... মনে আছে অজয়ের প্রথম গান শোনার পরে যখন যেখানে যা গান পেয়েছিলাম তা-ই সংগ্রহ করতাম আমার নিজস্ব সংগ্রহশালায়। এই মূহুর্তে মনে পড়ছে আমাদের দেশের আরেকজন অনন্য সাধারন শিল্পীর কথা, তিনি প্রিয় সুবীর নন্দী।

তার সময়ের অনেক প্রতিভাবান সঙ্গীত শিল্পীর নামই আমরা খুব সহজেই ভুলে গেছি, অথচ এই বয়সে এসেও সুবীর নন্দী আজো সমান উজ্জল। আজো সমসাময়িক। তাঁর অসংখ্য জনপ্রিয় গানের ভীড়ে বৃষ্টির এই গানটি আজো আমাদের মুগ্ধতায় ভরিয়ে তোলে- আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি আমায় আর কান্নার ভয় দেখিয়ে কোনো লাভ নেই এছাড়াও সুবীর নন্দীর আরেকটি গানের অন্তরায় বৃষ্টির উল্ল্যেখ আছে না হয় ভেজালেনা একটু হাসি বৃষ্টিতে আমায় দেখে জ্বাললে আগুন ওই দৃষ্টিতে আমিও অপেক্ষা করি আমাকে লক্ষ্য করা সকল আগুন দৃষ্টিতে এক পশলা বৃষ্টি নামুক। আমি শীতল হই। চলবে........



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।