আমাদের কথা খুঁজে নিন

   

এরশাদ এর স্বাদ বদলের খায়েশ

প্রতিটি ব্যর্থ প্রেমই আমাকে নতুন অহঙ্কার দেয়, আমি মানুষ হিসেবে একটু একটু জ্ঞানী হয়ে উঠি, দুঃখ আমার মাথার চুল থেকে পায়ের আঙুল পর্যন্ত ছড়িয়ে যায়, আমি সমস্ত মানুষ থেকে আলাদা হয়ে এক অচেনা রাস্তা দিয়ে ধীরে ধীরে হেঁটে যাই সাবেক স্বৈরাচার রাস্ট্রপতি ও পল্লীবন্ধু আলহাজ্জ হোমো এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি মহাজোট থেকে বেরিয়ে আসার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত প্রাথমিক। এর পরে আসবে মাধ্যমিক সিদ্ধান্ত, উচ্চ মাধ্যমিক সিদ্ধান্ত, উচ্চ সিদ্ধান্ত, উচ্চতর সিদ্ধান্ত ও পিএইচডি সিদ্ধান্ত। তিনি শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন, শেখের বেটি, আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না। সবাই জনে, ডুবন্ত জাহাজ সবার আগে তেগ করে ইন্দুর।

আর ডুবন্ত নৌকা সবার আগে তেগ করে তেলা পোকা। আমি তেলা পোকার জাত। রাজনীতীর ডাইনসরগুলা মইরা ভুত হয়ে গেছে, কিন্তু আমি টিকে আছি এবং থাকব ইনশাল্লা। তিনি আরো বলেন, একই ছালুন দিয়া বেশি বছর ভাত খাওয়া যায় না। এখন যৌবন যার, জোট বদলের তার শ্রেষ্ঠ সময়।

নৌকায় লাঙ্গলের কুনো কাম নাই। কিন্তু ধানের শীষ ফলাইতে লাঙ্গল ছাড়া গতি নাই। বাংলাদেশ জাতীয় পার্টিকে সংখেপে বাঁজা পার্টি বলা গেলেও আমরা বাঁজা না, এইবার সেটা প্রমান করে দিবো ইনশাল্লা। যৌবনঘন কন্ঠে হোমো এরশাদ বলেন, বাকশালীদের সাথে থাকা কালিন চাষাবাদের কুন সুযুগ না পাইলেও নিয়মিত বিজয় টেবলেট সেবন করে আমি আমার লাঙ্গলে জং ধরতে দিই নাই। কিন্তু ইতিমধ্যে চাষ অনেক ক্বাযা হইয়া গেছে।

আগামী মেয়াদে সেই ক্বাযা আদায় করিয়া নিব ইনশাল্লা। তিনি আরো বলেন, আমার লাঙ্গল এখনো শক্ত, কিন্তু বেবহারের জন্য শস্যখেত্র নাই। প্রত্যেক কথার সাথে ইনশাল্লা বলার কারণ কি, জানতে চাইলে আলহাজ্জ হোমো এরশাদ ধর্মঘন কন্ঠে বলেন, যেই যুগের যেই হাওয়া। তাছাড়া হেফাজতে ইসলামের ঢাকায় সমাবেশ কালে আমরা সুচারু রুপে তাদের হাগা-মুতার বেবস্থা করে তাদের দোয়া ভাজন হয়েছি। আমি এখন আবার ইছলামের সেবক।

বৃহত্তর জামাতে ইসলামীর বিএনপি শাখার প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশের আর কুন দল এই দলের মত নহে। বাকি সব দলে পান্ডা আছে, কিন্তু পান্ডে নাই। পান্ডা-র স্ত্রী লিংগ পান্ডে। বাকি দল গুলা পান্ডা পোষে, কিন্তু তাদের পান্ডে নাই। এই লিংগ বৈষম্য দুর করা আবশ্যক।

ইঙ্গিত পুর্ন হাসি হেসে তিনি বলেন, আমি ১৮ দলীয় জোটে যোগ দিলে সেইটা তখন ১৮+ জোটে পরিণত হবে – গানিতীক ভাবেও। সিংগাপুরে চিকিৎসা কালে বিরোধী দলীয় মহিলা আমিরের সাথে টেকাটুকা বিষয়ে কুন চুক্তি হয়েছে কিনা জানতে চাইলে আলহাজ্জ হোমো এরশাদ কিছুক্ষন নিরব থেকে বলেন, যদি কিছু আমারে শুধাও, কি যে তোমারে কব, নিরবে চাহিয়া রব, না বলা কথা বুঝিয়া নাও। সূত্র: দৈনিক মতিকণ্ঠ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৫০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।