আমাদের কথা খুঁজে নিন

   

“গ্যালাক্টিকা” ম্যাগাজিনের এপ্রিল সংখ্যা, ২০১২ প্রকাশিত! এবং বিজ্ঞান কুইজ

প্রকাশিত হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন গ্যালাক্টিকা এর এপ্রিল সংখ্যা। প্রত্যেকটি লিখাতেই চেষ্টা করা হয়েছে বিজ্ঞানের সাধারণ সুন্দর এবং সহজ কিছু ব্যাখ্যা তুলে ধরার। সবাই যাতে ম্যাগাজিনটি বুঝতে পারেন তাই যতটা সম্ভব সহজ ভাষায় তুলে ধরা হয়েছে ম্যাগাজিনটি। যা যা রয়েছে এইবারের সংখ্যায়: * ১. সহজ ভাষায় ইলেক্টনিক্স। * ২. স্ট্যান্ডার্ড মডেল।

* ৩. ঘুড়ি কিভাবে আকাশে উড়ে। * ৪. তড়িৎ-বর্তনী সরলীকরণ এবং তুল্য রোধ নির্ণয় (প্রথম পর্ব) (HSC Special)। * ৫. আশ্চর্য্য সব মাছেরা!! * ৬. এন্টিম্যাটার। * ৭. শাপলা (ফিচার)। * ৮. দেয়াল ঘড়ি কিভাবে সময় নির্দেশ করে।

* ৯. সায়েন্স ফিকশন (রে-গান)। * ১০. ডায়াবেটিস। * ১১. কম্পিউটারের তথ্য গুলো হোক সুরক্ষিত (অনলাইন ক্লাউড স্টোরেজ সার্ভিস)। * ১২. ইলেক্ট্রিক শক। * ১৩. ন্যাফথালিন বলের খেলা।

* ১৪. গল্পে গল্পে শিখি আলোর প্রতিফলন। * ১৫. দি টুইন প্যারাডক্স। * ১৬. টেলিপ্যাথি * ১৭. নকিয়া ৮০৮ পিউরভিউ আশা করি আপনাদের ভালো লাগবে এবং কিছুটা হলেও কাজে আসবে। ডাউনলোড করুন: * সরাসরি আমাদের সাইট থেকে: Click This Link * মিডিয়াফায়ার লিংক: http://www.mediafire.com/?q3gm88px3qvmfhs * আমাদের ওয়েবসাইট: http://bigganbangla.com/ ধন্যবাদ আপনাদের। ম্যাগাজিনটি নিয়ে আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম।

:-) বিজ্ঞান কুইজ: সবাইকে বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করার জন্য আগামী রবিবার থেকে বিজ্ঞান বাংলা ওয়েব সাইটে আয়োজন করা হচ্ছে বিজ্ঞান বিষয়ক কুইজের। সবাই এতে অংশগ্রহণ করতে পারবেন। নিয়মাবলী: * ১. কুইজে ৩টি অথবা ৫টি প্রশ্ন থাকবে। * ২. প্রশ্নগুলোর উত্তর মন্তব্যের মাধ্যমে দিতে হবে। এর জন্য কুইজের পেইজে ফেইসবুক মন্তব্যের মাধ্যমে মন্তব্য দিতে হবে।

* ৩. কুইজের উত্তর দেয়ার সময় থাকবে শুরু হওয়ার পর থেকে ৩ দিন। * ৪. যারা যারা সঠিক উত্তর দিবেন তাদের থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে। * ৫. মোট ২জনকে ৫০ টাকা করে ফ্লেক্সি পাঠিয়ে দেয়া হবে। * ৬. এছাড়াও প্রত্যেক কুইজেই কিছু নিয়ম থাকবে যা ওই কুইজের প্রশ্নে উল্লেখ থাকবে। * ৭. কুইজে অংশ নেয়ার জন্য আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন নিষ্প্রয়োজন।

শুধুমাত্র ফেইসবুক মন্তব্যের মাধ্যমেই উত্তর দেয়া যাবে। আমাদের ওয়েবসাইট: http://bigganbangla.com lv2lvu Web design  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।